শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষমতায় গেলে র‌্যাব-পুলিশের খারাপ সদস্যদের বাদ দেওয়া হবে : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় গেলে প্রতিষ্ঠান নয়, র‌্যাব-পুলিশের খারাপ লোকদের বেছে বেছে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ‘বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মার্কিন নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচ-সাতটি লোকের জন্য তো প্রতিষ্ঠানকে ধ্বংস করা যাবে না। আমরা বাতিল করব না, বাছাই করে খারাপ লোকগুলো বাদ দেব। যারা ভালো, তারা বাহিনীতে কাজ করবে। দেশটা তো তাদেরও।’

সরকারের উদ্দেশে গয়েশ্বর রায় বলেন, ‘আপনাদের সামনে একটি পথ আছে। তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছে গিয়ে ক্ষমা চেয়ে তার সঙ্গে এবং জনগণের সঙ্গে সমঝোতা করেন। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিকভাবে দেশের অবস্থান স্পষ্ট হয়ে গেছে। তারপরও সরকারের দিক থেকে বলা হয়, বিএনপি লবিস্ট নিয়োগ করেছে। বিএনপির লবিস্ট নিয়োগ করার দরকার নেই। দেশের ১৬-১৭ কোটি মানুষই তো লবিস্ট। যারা খুন, গুম হচ্ছে তাদের মায়ের কান্না-চিৎকার বিশ্ববাসীর কানে যায় না? যায়। বিদেশিরা দেশের মানবাধিকার অবস্থা দেখতে আসতে চায়, কিন্তু প্রধানমন্ত্রী আসতে দিতে চান না। এতে প্রমাণ হয়- বাংলাদেশে এসব ঘটনা ঘটছে।’

সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ৭৫০ কোটি টাকার বাজেট নিয়ে বাংলাদেশের যাত্রা। অথচ গত ১০ বছরে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন এই সরকারকে সবাই ভোট চোর বলে। কিন্তু তারা মাইন্ড করে না। কারণ, দিনের ভোট তারা রাতে করেছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)