শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিল্পীরা আসবেন, ভোট দিয়ে চ‌লে যা‌বেন : প্রধান নির্বাচন কমিশনার

news-image

‌বি‌নোদন প্রতি‌বেদক : আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এরইমধ্যে দুটি প্যানেলকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচন। ‌নির্বাচন ঘি‌রে যেমন উৎসবমুখর প‌রি‌বেশ বিরাজ কর‌ছে, তেম‌নি তৈ‌রি হ‌য়ে‌ছে হ‌য়ে‌ছে বিতর্ক। কাঞ্চন-নিপুণ প্যানেলের প্রার্থী নায়ক ইমনের ওপর গতকাল এক বহিরাগতের হামলার ঘটনায় উত্তপ্ত চল‌চ্চি‌ত্রের আঁতুড়ঘর।

বিষ‌য়‌টি উল্লেখ ক‌রে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। ইমন, রিয়াজ, নিপুণরা এসেছিলেন। মৌখিকভাবে তা আমাদের জানিয়েছেন। আমরা বলেছি লিখিত দিতে। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।’

এ বিষ‌য়ে তি‌নি আরও ব‌লেন, ‘এটা সত্যিই দুঃখজনক। লক্ষ করে দেখবেন প্রতিটি ঘটনাই ঘটিয়েছে বহিরাগতরা। তাই আমরা এবার বহিরাগতদের প্রবেশ কড়াভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’ এ ছাড়াও করোনা সংক্রমণ বে‌ড়ে যাওয়ার বিষয়টিও বিবেচনা করে এফডিসিতে অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে ব‌লে জানান নির্বাচন কমিশনার।

আজ শনিবার বি‌কে‌লে এফ‌ডি‌সি‌তে অনু‌ষ্ঠিত সংবাদ স‌ম্মেল‌নে এ বিষ‌য়ে তি‌নি ব‌লেন, ‘আজ শনিবার থেকেই আমরা অবাধ প্রবেশ নিয়ন্ত্রণ করেছি। একদিকে করোনার কারণে তথ্য মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা রয়েছে। আমরা বহিরাগতদের প্রবেশ বন্ধ করেছি কঠিনভাবে। সেইসাথে নিবন্ধিত টিভি চ্যানেল, বাছাইকৃত কাগজের পত্রিকা ও সরকার কর্তৃক স্বীকৃত ১৪টি অনলাইনের সংবাদকর্মী ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

তিনি আরও ব‌লেন, ‘নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন রাত ৮টা পর্যন্ত এফডিসিতে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তবে এখানে কোনো প্যানেল পরিচিতি বা প্রোগ্রাম করতে পারবেন না। এফডিসি কর্তৃপক্ষের এমন নির্দেশই রয়েছে। পাশাপাশি নির্বাচনের দিন কোনো প্যান্ডেল বা চেয়ারের ব্যবস্থা থাকবে না। আমরা চাই শিল্পীরা ভোট দিয়ে এফডিসি ত্যাগ করবেন। এতে করে তারাই নিরাপদ থাকবেন। সবার নিরাপত্তা আগে। নির্বাচনের দিন ভোটার শিল্পী ও ভোট সংশ্লিষ্টরা ছাড়া আর কেউ এফডিসির ভেতরে থাকতে পারবেন না।’

নির্বাচন স্থগিতের ব্যাপারে তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। করোনার কথা বিবেচনা করে সুরক্ষার বিষয়টি নিশ্চিত করছি। এখন পর্যন্ত নির্বাচন স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। যদি আসে তাহলে অবশ্যই সরকারের নির্দেশ মেনে নেব আমরা।’

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুনের সঙ্গে উপস্থিত ছিলেন দুই সদস্য বিএইচ নিশান ও বজলুর রশীদ চৌধুরী।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে গত কয়েক বছরের নিয়মিত প্যানেল মিশা সওদাগর-জায়েদ খানের বিপক্ষে এবার লড়‌ছে নন্দিত তারকা ইলিয়াস কাঞ্চন-নিপুন পরিষদ।

এতে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। আর আপিল বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী