বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরো বিষয়টি নিয়ে নোংরামি করা হচ্ছে : জায়েদ

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ও নায়িকা রাইমা ইসলাম শিমু হত্যার বিষয়টি নিয়ে আপাতত বেশ উত্তপ্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। ১৮৪ জন চলচ্চিত্র শিল্পীর ভোটাধিকার হারানোর তালিকায় ছিল প্রয়াত এই অভিনেত্রীর নামও। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বেও জড়িয়েছেন তিনি। আর সেটাকে ইস্যু করা হচ্ছে বলে দাবি জায়েদের। তিনি জানান, ‌শিমুর সঙ্গে তাকে জড়িয়ে কয়েকভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে গত ৪৮ ঘণ্টায়।

গতকাল বুধবার রাতে জায়েদ খান বলেন, ‘দুদিন আগে শিমুর ভাই (খোকন) এফডিসিতে আসেন। এসেই আমাকে বলেন, তার বোনকে পাওয়া যাচ্ছে না। শিমু আমার দেশি বোন। আমি দ্রুত কলাবাগান থানায় ফোন দেই। কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলি। কলাবাগান থানার সেই কর্মকর্তা আমার ঘনিষ্ঠজন। এরপর খোকন আমাকে জানায়, বস্তবন্দি লাশের কথা। তখন থেকেই আমি দৌড়ঝাঁপ করছি।’

এরপর থেকেই তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন জায়েদ। তার ভাষ্য, ‘খোকনকে নানা ধরনের সহযোগীতা করে সমিতির একটি কাজ শেষ করে বাসায় ফিরেছি, তখন ফোন আসা শুরু হয়। একজন বলেন, “তুমি নাকি শিমুকে খুন করেছ, বাসায় ছিলে” এগুলো দিয়ে নানা কথা টিভিতে প্রচার হচ্ছে। এর মধ্যে প্রশাসন থেকে ফোন আসে। বলে, “আমি যেন সাবধানে থাকি। আসল অপরাধী আড়ালে চলে যাবে”- এমন সব তথ্য। এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে। “শিমু হত্যায় জায়েদ খানের বিচার চাই” লিখে ব্যানার বানাতে দেওয়া হয়েছে। এতে আমার ছবি ব্যবহার করা হয়েছে দেখে একজন আমাকে বিষয়টি জানান। এখন আপনারাই বলেন, আমি যদি শিমুকে উদ্ধারে তার ভাইয়ের সঙ্গে না থাকতাম তাহলে আমি কোথায় যেতাম? নিশ্চয়ই এতক্ষণে গ্রেপ্তার করা হতো!’

জায়েদ অভিযোগ করে বলেন, ‘শিমুর ভাইকেও কয়েকজন প্রভাবিত করার চেষ্টা করেছেন। বলেছেন, “তুমি সন্দেহ করে খালি জায়েদের নাম বলো”। খোকন ভাই-ই আমাকে তাদের নাম বলেছেন। পুরো বিষয়টি নিয়ে নোংরামি করা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি কেরানীগঞ্জ হযরতপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি চিত্রনায়িকা শিমুর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়। এদিন রাতেই শিমুর পরিবার মর্গে তার মরদেহ শনাক্ত করে।

১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় তার অভিষেক হয়। একে একে অভিনয় করেছেন ৫০টিরও বেশি নাটকে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও দর্শকরা তাকে পর্দায় পেয়েছে। ২৩টি সিনেমায় তিনি অভিনয় করেছিলেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী