রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী আমেজে চলচ্চিত্র শিল্পীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : দুই বছর পর আবারও নির্বাচনী আমেজে মেতে উঠেছেন ঢালিউড তারকারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরেই এই আমেজ। সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। আগের মতোই এবারও দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। জানা যায়, এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের বিপরীতে লড়বে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।

চিত্রনায়িকা নিপুণ সেক্রেটারি পদে লড়ছেন। তার প্যানেলে সভাপতি হিসেবে থাকছেন ইলিয়াস কাঞ্চন। এই প্যানেলে আরও থাকছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, সাইমন সাদিক, ইমন, নিরবসহ আরও অনেকে।

এ বিষয়ে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে আমি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছি। আমাদের প্যানেলে সাইমন-ইমনসহ আরও অনেকেই থাকছেন। পূর্ণাঙ্গ প্যানেল এখনো ঠিক করিনি। আগামীকালের ভেতরে আমরা পূর্ণ প্যানেল ঠিক করতে পারব বলে আশা করি এবং আমাদের প্যানেলের সদস্যদের তালিকাও দিতে পারব।’

চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘আমি ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয়েন সেক্রেটারি পদে আমি নির্বাচন করব। এই মুহূর্তে আমি কিশোরগঞ্জে আছি। ঢাকায় ফিরে বিস্তারিত জানাতে পারব।’

একই প্যানেল থেকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে লড়বেন চিত্রনায়ক ইমন। তিনি বলেন, ‘আমি এবার নির্বাচন করছি। ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে। সবার দোয়া ও ভালোবাসা চাই।’

এদিকে মিশা -জায়েদ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ মেয়াদে দায়িত্ব পালন করেছেন। শুক্রবার তারা বিএফডিসিতে ক্ষমতা হস্তান্তর করেছেন। শোনা যাচ্ছে এবারের মিশা-জায়েদ প্যানেলে সহসভাপতি পদে থাকছেন চিত্রনায়িকা মৌসুমীও। গত নির্বাচনে এই প্যানেলের প্রতিপক্ষ ছিলেন তিনি। সভাপতি পদে মিশা সওদাগরের কাছে পরাজিত হন। এরপর ওমর সানী-মৌসুমীর সঙ্গে মিশা সওদাগর-জায়েদ খানের সম্পর্কের টানাপোড়েন সেই নির্বাচনকে ঘিরেই তৈরি হয়েছিল। বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে তাদের কথা বলতেও শোনা গেছে। এবার সেই মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেলেই নির্বাচন করতে যাচ্ছেন মৌসুমী।

জায়েদ খান বলেন, ‘আমরা আগের প্যানেলই মোটামুটি আছি। এবারও মিশা ভাইয়ের সঙ্গেই প্যানেল করছি। তবে এবার আমাদের প্যানেলে চমক থাকছে। শিগগিরই আমরা প্যানেল লিস্ট প্রকাশ করব।’

জানা যায়, চিত্রনায়িকা সিমলাও নির্বাচন করছেন মিশা-জায়েদ প্যানেল থেকে। নানা কারণেই এবারের নির্বাচন ঘিরে বেশ আগ্রহ জন্মেছে সাধারণ শিল্পীদের মাঝে। পূর্ণাঙ্গ প্যানেল তালিকা প্রকাশের পর শুরু হবে মূল নির্বাচনী মহড়া।

এ জাতীয় আরও খবর