স্ত্রী-শ্বশুরের বিরুদ্ধে ‘যৌতুক মামলা’
নিজস্ব প্রতিবদেক : সাধারণত যৌতুক চাওয়ায় ছেলে বা ছেলে পক্ষের পরিবারের বিরুদ্ধে মামলা হয়ে থাকে। কিন্তু চট্টগ্রামে দেখা গেল ব্যতিক্রমী এক ঘটনা। নগরের খুলশী এলাকার একজন বাসিন্দা যৌতুক চাওয়ার অপরাধে মামলা করেছেন তার স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। পরে বাদীর বক্তব্য গ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন অভিযুক্ত দুজনের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
নগরের খুলশী এলাকার একজন বাসিন্দা বাদী হয়ে মামলাটি করেন। তিনি পেশায় দিনমজুর। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইডের আইনজীবী ইসকান্দর সোহেল।
তিনি বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে আসামি দুজনের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন রাখা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেন ওই ব্যক্তি। বিয়ের পর থেকে তার শ্বশুর ও স্ত্রী নানা কৌশলে টাকার জন্য তাকে চাপ দিতে থাকেন। বিভিন্ন সময় তিনি টাকা দিয়েছেনও।
গত ২৪ সেপ্টেম্বর তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। স্বামীর বাড়িতে আসার জন্য বলা হলে তিনি টাকা দাবি করেন। পরে স্ত্রীকে লিগ্যাল এইডের মাধ্যমে বিষয়টি মীমাংসার জন্য নোটিশ দেন তিনি।
গত ১১ নভেম্বর বাদীকে মুঠোফোনে তার স্ত্রী বলেন, এক লাখ টাকা তার (স্ত্রী) নামে ফিক্সড ডিপোজিট করে দিতে হবে। না হলে তিনি স্বামীর বাড়ি আসবেন না।
বিষয়টি নিয়ে শ্বশুরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। শ্বশুরও তাকে একই কথা বলেন। এ বিষয়ে অভিযুক্ত স্ত্রী ও তার বাবার বক্তব্য পাওয়া যায়নি।