শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পক্ষে কাজ না করায় মুক্তিযোদ্ধাকে পেটালেন চেয়ারম্যান প্রার্থীর ছেলে

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করায় বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন ওই মুক্তিযোদ্ধার ছেলে।

জানা গেছে, সদর উপজেলার কুনিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন ইসমাইল হোসেন। তার পক্ষে কাজ না করায় ইসমাইলের ছেলে বেলায়েত হোসেন গতকাল সোমবার মুক্তিযোদ্ধা সুলতান মাতুব্বরকে পিটিয়ে আহত করেন। ঘটনার সময় তিনি বাজার থেকে ফিরছিলেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এই মুক্তিযোদ্ধা।

এ বিষয়ে সুলতান মাতুব্বর বলেন, নির্বাচনে পক্ষে কাজ করেননি বলে তার ওপর হামলা চালানো হয়। এর আগে গত রোববারও তার ওপর হামলা করা হয়েছিল। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন।

অভিযোগের বিষয় জানতে বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধাকে কে বা কারা মেরেছে, তা জানি না। এখন সে শত্রুতার বসে আমাদের জড়াচ্ছে। আমরা ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না।’

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর