যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলিও
বিনোদন প্রতিবেদক : প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। চলতি মাসের ১২ তারিখ সকালে তিনি দেশ ছাড়েন। ১৪ নভেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’র অংশ নেন তিনি। আগামী ৪ ডিসেম্বর অংশ নেবেন ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’-এ। শাকিবের পর এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলিও।
এই জুটি ৪ ডিসেম্বর জ্যামাইকাতে ১৯তম ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেবেন। তাদের পাশাপাশি এই আয়োজনে বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন ২৫ জনের মতো তারকাশিল্পী।
অনুষ্ঠানের আয়োজক প্রবাসী ব্যবসায়ী আলমগীর খান আলম বলেন, ‘বাংলাদেশে থেকে শাকিব খান এসেছেন। শবনম বুবলি, বিদ্যা সিনহা মিম, শিরিন শিলা, আমান রেজা তারাও যোগ দেবেন এই আয়োজনে। অনুষ্ঠানটি নিয়ে আমাদের একটি টিম কাজ করছে। এটা হতে যাচ্ছে ঢালিউডের মহাসমাবেশ।’
জানা গেছে, অনুষ্ঠানে নিজের সিনেমার গানে পারফর্ম করবেন বুবলী। তবে ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব-বুবলি একসঙ্গে পারফর্ম করবেন কি-না, তা এখনও নিশ্চিত নয়। আয়োজন শেষ করে সপ্তাহখানেক পর ঢাকায় ফিরবেন বুবলি। ওই সময় শাকিব খানেরও দেশে ফেরার কথা রয়েছে।