পান্থপথে ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় উত্তাল রাজধানী। এ ঘটনার পরদিনই তেজগাঁও পান্থপথ এলাকায় উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় আহমেদ কবির নামে এক মোটরসাইকেলআরোহী মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পান্থপথ শাপলা ফার্নিচার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান বলেন, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছেন। এ নিয়ে তদন্ত চলছে।