শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বড় অভিনেতারা তাপসীর সঙ্গে অভিনয় করতে ভয় পান!

news-image

অনলাইন ডেস্ক : অভিনেত্রী তাপসী পান্নুর ৮ বছরের বলিউডে ক্যারিয়ারে তার সঙ্গে জনপ্রিয় কোনো অভিনেতাকে দেখা যায়নি। কিন্তু কেন দেখা যায়নি এর উত্তরে তাপসী বলেন, প্রথম শ্রেণির অভিনেতারা তার সঙ্গে অভিনয় করতে ভয় পান।

সম্প্রতি ভানী ত্রিপাঠিকে দেয়া এক সাক্ষাৎকারে তাপসী এমন কথা বলেন।

তাপসী বলেন, ‘এক অভিনেতা এই বলে আমার সঙ্গে অভিনয় করার ক্ষেত্রে পিছিয়ে যান, একজন তাপসীকে সামলানো অসম্ভব হয়ে ওঠে, আর ছবিতে দুটো তাপসী সামলাতে হবে! আরও এক অভিনেতা, তার সঙ্গে আমি আগেও অভিনয় করেছি, তিনি ছবি ফিরিয়ে দেন এই বলে যে, ছবির শেষে দর্শকের সমবেদনা মেয়েটাই পাবে।’

তিনি আরও বলেন, ‘তাকে আমি সরাসরি বলেছিলাম, তার মাপের অভিনেতার থেকে আরও খানিকটা কনফিডেন্স ও সেন্স অফ সিকিউরিটি এক্সপেক্ট করেছিলাম। আমার থেকে আরও বেশি ছবিতে অভিনয় করা এবং অত বড় স্টারের এমন আচরণ মেনে নেওয়া যায় না।’

তাপসী বলেন, ‘প্রতিবারই প্রযোজকদের সঙ্গে বসি সেরা ৫ অভিনেতার নাম নিয়ে কিংবা এমন অভিনেতা যারা দু-একটা ছবিতে অভিনয় করেছেন, তারাও আমার সঙ্গে কাজ করতে ইচ্ছুক হন না। আসলে এটা একটা সিস্টেম।’

সদ্য মুক্তি পেয়েছে তাপসীর নতুন সিনেমা আকাশ খুড়ানা পরিচালিত ‘রেশমি রকেট’। এখন তিনি ব্যস্ত আছেন, ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিথিলা রাজের বায়োপিকের অভিনয় নিয়ে। এ ছাড়া প্রতীক গান্ধীর ‘হু ল্যাটকি হাই কাহান’ সিনেমায়ও অভিনয় করছেন তিনি।

গত মাসে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেপ্তারের পর তাপসী পান্নু বলেছেন, ‘পাবলিক ফিগার হলে এই সবই জীবনের অঙ্গ হয়ে যায়। আর এই বাগেজ শুধু যিনি পাবলিক ফিগার তিনি নন, তার গোটা পরিবারকে ক্যারি করতে হয়। সে তাদের ভালো লাগুক বা না লাগুক। স্টার স্ট্যাটাস এনজয় করার পজিটিভ দিক যেমন আছে, তেমনই একাধিক নেগেটিভ দিকও রয়েছে।’

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী