শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তায় ফেলে ছুরিকাঘাত করে বন্ধুকে হত্যা

news-image

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলায় আবুল কাশেম (৪৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নাজিরপুর ডিগ্রি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে। কাশেম নাজিরপুর ইউনিয়নের লহ্মীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, কাশেম ও কেনাল (৪৪) পাশাপাশি গ্রামের বাসিন্দা। ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তারা। পাঁচ বছর আগে ইরাক থেকে দেশে ফেরেন কাশেম। বিদেশ যাওয়ার জন্য বন্ধু কাশেমের দারস্ত হন কেনাল। এ জন্য তিন বছর আগে কাশেমকে কেনাল ১ লাখ ৮০ হাজার টাকা দেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও বিভিন্ন অজুহাতে কেনালকে বিদেশ পাঠাতে পারেননি কাশেম। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

কেনালের টাকা নিয়ে এক বছর আগে সালিস হয়। সে সময় কাশেম এক লাখ টাকা কেনালকে ফেরত দেন। বাকি ৮০ হাজার টাকার জন্য কাশেমের কাছ থেকে ফাঁকা চেক নেন কেনাল। কাশেম বাকি টাকা পরিশোধ করতে চাইলেও ফাঁকা চেকটি ফেরত দিতে তালবাহানা শুরু করেন কেনাল। এরপর থেকেই দুজনের মধ্যে রেষারেষি চলে আসছিল।

নিহত কাশেমের মা জামেনা বেগম জানান, কেনাল বুধবার সকালে চেক ফেরত দেওয়ার কথা বলে মোবাইল ফোনে কাশেমকে ডাকেন। কেনালের ফোন পেয়ে খাবার রেখেই সাইকেল নিয়ে নাজিরপুর বাজারে যান কাশেম। এরপর আর ফেরত আসেননি।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানি বেলাল হোসেন জানান, তার দোকানের পাশেই দাঁড়িয়ে ছিলেন কেনাল। সকাল সাড়ে ৯টার দিকে সাইকেল নিয়ে কাশেম তার দোকানের সামনে এলে কেনাল পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। কাশেম মাটিতে লুটিয়ে পড়লে পিঠে এবং পেটে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে পালিয়ে যান কেনাল। পরে কাশেমকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। অভিযুক্ত কেনাল পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী