শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে নাগালের বাইরে সবজির দাম

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলায় শীতকালীন শাক সব্জির দাম আকাশ ছোঁয়া। নতুন নতুন শাক সবজি বাজারে উঠলেও সাধারণ মানুষ দামের কারণে কিনতে পারছে না। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে মুলা, ফুলকপি, বাঁধা কপি, টমেটো, গাজর, করলা রববটিসহ নানা ধরনের শীতের সবজি। চড়া দামে এসব সব্জি বিক্রি হচ্ছে। নিয়ন্ত্রণের অভাবে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী সুযোগও নিচ্ছেন। অতিরিক্ত দামের কারণে নিম্ন আয়ের মানুষ সবজি কিনতে পারছেন না। ফলে পুষ্টির চাহিদা মেটাতে পারছে না তারা।

পঞ্চগড়ের বিভিন্ন বাজারে বর্তমানে সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা থেকে ১০০ টাকা, ফুলকপি ১শ, বাঁধা কপি ৮০, গাজর ২শ, করলা ৪০ শসা, ৬০ টাকা এবং টমেটো ২শ টাকা কেজি দরে। রত্নিবাড়ি এলাকার ভ্যান চালক আব্দুল মালেক জানান, আমার দৈনিক আয় ৫শ টাকা। চাল, নুন, তেল কিনতেই শেষ। শাক সবজি কেনা যায় না।

তবে কৃষকরা বলছেন, এবার বৃষ্টিপাত কম হবার কারনে শীতকালীন সব্জির আবাদ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাঁধাকপি, ব্রকলি, ফুলকপি ও সিম চাষে বিভিন্ন রোগ বালাই দেখা দেয়ায় এসব ফসলের উৎপাদন কম হচ্ছে।
তেতুলিয়া উপজেলার বৈরাগীগজ গ্রামের হাসিম উদ্দিন জানান শাক সব্জির আবাদ করে এবার শান্তি নাই । বৃষ্টি না হওয়ার কারণে পোকা মাকড়ের আক্রমণ বেড়েছে । তাই সবজির দাম একটু বাড়তি।
হাড়িভাষা এলাকার কাজল আহম্দে জানান, প্রতিবছর সবজির আবাদ করে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা লাভ করেন । এবার আবহাওয়ার প্রভাবে শাক সবজি উঠতে একটু দেরী হবে। এবার গত বারের মতো লাভ নাও হতে পারে।
পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায় ব্যাপক শাক সব্জি চাষাবাদ হয়। জেলার চাহিদা মিটিয়ে এসব শাক সব্জি দেশের নানা প্রান্তে রপ্তানি হয়।

ব্যবসায়িরা জানান বৃষ্টিপাতের অভাবে এবছর জেলায় সব্জির সরবরাহ কম। পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলাসহ জয়পুর হাট ও বগুড়া থেকে সবজি আমদানি হচ্ছে। তাই স্থানীয় বাজার চড়া ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান জানান, অন্যান্য বছরের চেয়ে এবার বৃষ্টিপাত কম হবার কারণে সবজি চাষে চাষিদের কিছুটা বেঘাত পেতে হয়েছে। শেষ সময়ের বৃষ্টিপাতে চাষিরা তা পূরণ করে নিয়েছে। সে কারণে এবার আগাম সবজির সরবরাহ বাজারে নেই। তবে আগামী ২ সপ্তাহের মধ্যেই সবজির প্রর্যাপ্ত সরবরাহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী