শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেটে গেছে লঘুচাপ, কমবে বৃষ্টি

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ওপর থেকে লঘুচাপের প্রভাব কেটে গেছে। এ মুহূর্তে মৌসুমি বায়ুও দেশের ওপর কম সক্রিয়। ফলে কয়েকদিন ধরে চলা বৃষ্টির প্রবণতা কমে গেছে। আগামী দিনগুলোতে বৃষ্টি আরো কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সূত্র জানায়, আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর