বড়াইগ্রামে পাঠাগার উদ্বোধন
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের ভবানীপুরে আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এই পাঠাগারের উদ্বোধন করেন নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. সাজেদুর রহমান খাঁন। পাঠাগার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির পাটোয়ারীর সভাপতিত্বে ও ইমান হোসেন খোকনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দ্দার।
পরে ভবানীপুর কাচারীপাড়া নির্মানাধীন শাহী জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. সাজেদুর রহমান খাঁন।