শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগান যুবাদের বাংলাদেশ সফর অনিশ্চিত

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২০ বছর পর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্ষমতায় তালেবান। দেশটির চলমান পরিস্থিতির কারণে এখনো সব দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ আছে। এরই মধ্যে বৃহস্পতিবার দেশটির বিমানবন্দরে বোমা হামলা চালায় আইএস। ওই হামলায় ১৭৫ জনের প্রাণহানি ঘটে।

এ ঘটনায় ভালো প্রভাব পরেছে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের বাংলাদেশ সফরে। আফগান যুবাদের বাংলাদেশের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং একটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে এই সিরিজ আপাতত স্থগিত হয়েছে। কিন্তু এই সিরিজ কবে মাঠে গড়াবে সেটিও বলা যাচ্ছে না।

এর আগে এ বছরের মার্চে ভারতের মাটিতে আফগানদের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল। তখন আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তুতির জন্য কিছুদিন পেছানোর অনুরোধ করলে সফরই স্থগিত হয়ে যায়। সেই স্থগিত সিরিজটি পুন:র্নির্ধারণ করা হয়েছিল দেশের মাটিতে।

 

এ জাতীয় আরও খবর