শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে বাদিই জেল হাজতে

news-image

মাদারীপুর প্রতিনিধ : মানবপাচার মামলায় প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা করায় বাদী শাহ আলম শেখকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। একই সাথে ওই মামলায় হাজতে থাকা ৩ আসামিকে (দেলোয়ার মুন্সি, মজিবর মুন্সি এবং পলাশ মুন্সি) জামিন দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।

এদিন দুপুরে মানবপাচার প্রতিরোধ আইনে করা একটি মামলায় ৩ আসামির জামিন শুনানি হয়। এ সময় বাদী মিথ্যা মামলা করার কথা স্বীকার করায় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার উত্তর বাঁশকান্দি গ্রামের শাহ আলম শেখের সাথে একই এলাকার দেলোয়ার মুন্সীসহ অনেকের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। উভয় পক্ষ এ নিয়ে একাধিক মামলাও করেছে। কিন্তু জমির মামলা চলমান থাকা অবস্থায় বিরোধীদের শায়েস্তা করতে শাহ আলম তার শ্যালক ইসমাইলকে লুকিয়ে রেখে ইটালিতে আসামিদের মাধ্যমে ১৩ লাখ টাকার বিনিময়ে পাঠানোসহ মানবপাচারের অভিযোগ এনে প্রতিপক্ষের ৬ জনকে আসামি করে গত ২৪ মে মাদারীপুর আদালতে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন।

আদালত মামলাটি থানায় প্রেরণ করলে তা এজাহার হিসাবে নিয়ে মামলাটি তদন্তে নামে সদর থানা পুলিশ। গত ৯ আগস্ট মামলার আসামি দেলোয়ার মুন্সী, মজিবর মুন্সী ও পলাশ মুন্সীকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত তাদের জেল-হাজতে প্রেরণ করে। আসামিরা গ্রেপ্তার হওয়ার পরে ঐদিন রাতেই স্থানীয়ভাবে আপস-মিমাংসার সালিশ হয়। উক্ত সালিশির রায় উভয়পক্ষ মেনে নেয়। কিন্তু একাধিকবার আদালতে জামিন আবেদন করেও আসামিরা জামিন পাননি। বৃহস্পতিবার আবার জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। এসময় জামিন আবেদনের নথির সাথে মিমাংসা পত্রের কাগজপত্রও আদালতে জমা দেয়।

জামিন শুনানির সময় মামলার বাদী শাহ আলম ও তার শ্যালক ইসমাইল আদালতে উপস্থিত হন। এ সময় আদালতের বিচারক বাদী শাহ আলম ও ইসমাইলের জবানবন্দী গ্রহনকালে বাদী এক পর্যায় মিথ্যা মামলা করার কথা স্বীকার করে। বাদীর স্বীকারোক্তির ভিত্তিতে আদালতের বিচারক মামলার বাদীকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শাহ আলমের বিরুদ্ধে দণ্ডবিধি ২১১ ধারা মোতাবেক মামলা করা হবে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান সিং।

 

এ জাতীয় আরও খবর

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমল

আদালতে মডেল মেঘনা: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই আমার সম্পর্ক, অন্য কারো সঙ্গে নয়

সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

আইএমএফের ঋণের কিস্তির সমঝোতা চলতি মাসেই

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

চট্টগ্রামে দিনভর শিক্ষার্থী-ছাত্রদল ও এনসিপির মধ্যে মারামারি

অভিনয় ও রাজনীতিকে বিদায় জানালেন সোহেল রানা

ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, সতর্কসংকেত

বিশ্বজুড়ে বাড়ছে জলদস্যুতা

বিএনপির চেয়ে বেশি সংস্কার কোন দল করেছে, প্রশ্ন নজরুল ইসলাম খানের