শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ৩৮ লাখ ৪৯ হাজার প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৮ লাখ ১৮ হাজার ৪৪। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৮ লাখ ৪৯ হাজার মানুষ। এ ছাড়া সুস্থ হয়েছে ১৬ কোটি ৩২ লাখ ২৮ হাজার ২৬৪ জন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির এ সব তথ্য জানিয়েছে পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৯৮৫ রোগীর শরীরে। আর মারা গেছে ৬ লাখ ১৬ হাজার ১৫০ জন।

আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। মোট আক্রান্ত ২ কোটি ৯৭ লাখ ৩১৩ জন এবং মারা গেছে ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৮৩৭ জনের।

আক্রান্তের হিসেবে চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৪৭ হাজার ৬৪৭ জন ও মারা গেছে ১ লাখ ১০ হাজার ৫৭৮ মানুষ। এরপর থাকা তুরস্কে আক্রান্ত হয়েছে ৫৩ লাখ ৪৮ হাজার ২৪৯ জন ও মারা গেছে ৪৮ হাজার ৯৫০ জন। আক্রান্ত তুলনামূলক বেশি হলেও দেশটি মৃত্যুর দিক থেকে ২০তম অবস্থানে রয়েছে।

তালিকায় থাকা এরপরের পাঁচটি দেশ হলো রাশিয়া, যুক্তরাজ্য, ইতালি, আর্জেন্টিনা ও কলম্বিয়া।

এ দিকে করোনায় বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ২৮২ জনের।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী