রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিশ্বের জন্য করোনা টিকার ৫০০ মিলিয়ন ডোজ ক্রয় করবে যুক্তরাষ্ট্র’

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের জন্য ফাইজারের করোনা টিকার ৫০০ মিলিয়ন ডোজ ক্রয় করবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ১০০টি দেশে দুই বছরে এ টিকা সরবরাহ করা হবে।

আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি। ৫০০ মিলিয়ন ডোজ করোনা টিকা ক্রয়ের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

এ বছর করোনা টিকার ২০০ মিলিয়ন ডোজ করোনা টিকা বিভিন্ন দেশে পাঠাবে যুক্তরাষ্ট্র। বাকি ডোজ দেওয়া হবে ২০২২ সালে।
দরিদ্র দেশগুলিতে করোনা টিকা দেওয়ার হার বাড়ানোর জন্য চাপে ছিল যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন। এটি তার প্রথম বিদেশ সফর। যুক্তরাজ্য সফরের আগে বাইডেন জানিয়েছেন, বিশ্বে করোনা টিকা সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আছে এবং সেটি ঘোষণা করবেন তিনি।

 

এ জাতীয় আরও খবর