রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর ব্যুরো : সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান, রোজিনা ইসলামকে হেনস্থাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে রংপুর মহানগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নিপীড়নের বিরুদ্ধে রংপুর ও টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন (টিসিএ) রংপুর জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্বরে পৃথক পৃথক ভাবে এই মানবন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।নিপীড়নের বিরুদ্ধে রংপুর আয়োজিত মানববন্ধন-সমাবেশ শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক শিক্ষানবীশ আইনজীবি পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সুজনের জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সভাপতি শিক্ষাবিদ বনমালী পাল, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাংবাদিক আফতাব হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন দুলাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর শাখার সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, প্রজন্ম একাত্তরের সংগঠক ও কমিউনিষ্ট পার্টির নেতা দেবদাস ঘোষ দেবু, এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, এডভোকেট রায়হান কবীর, শ্রমিক নেতা সালাউদ্দিন বাবু, জুবায়ের হোসেন জাহাজী, রংপুর পদাতিকের নাসির সুমন, ছাত্রনেতা ইয়াসির আরাফাত প্রমূখ।

এদিকে একই দাবিতে প্রেসক্লাব চত্বরে পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন (টিসিএ) রংপুর জেলা শাখা। টিসিএ-রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি শাহ্ নেওয়াজ জনির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মাহবুব রহমান, আফতাব হোসেন, জাভেদ ইকবাল, মেরিনা লাভলী, জনতার রংপুরের আহ্বায়ক ডাঃ সৈয়দ মামুনুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর সাংবাদিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আসাদুজ্জামান আফজাল, বাসদের সদস্য আহসানুল আরেফিন তিতু, নিপীড়নের বিরুদ্ধে রংপুরের আহ্বায়ক পলাশ কান্তি নাগ প্রমুখ। এ সময় টেলিভিশনের ক্যামেরাপার্সনরা রাস্তায় ক্যামেরা, স্ট্যান্ড রেখে সড়ক অবরোধ করে কর্মসূচী পালন করে। এতে একাত্ত্বতা প্রকাশ করে অংশ নেয়, রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর সাংবাদিক কল্যান সমিতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর, তাজহাট থানা প্রেসক্লাব, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা শাখা, নিপীড়নের বিরুদ্ধে রংপুরসহ বিভিন্ন সংগঠন।

বক্তারা বলেন, স্বাস্থ্য বিভাগ নিজেদের দুর্নীতিকে ঢাকতেই সাংবাদিক রেজিনা ইসলামকে আটকে রেখে অমানবিক নির্যাতন করেছে এবং তাকে মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে রেজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান এবং স্বাস্থ্য বিভাগে কমর্রত জেবুন্নেছাসহ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের অপসারণে সরকারের প্রতি দাবী জানান তারা। অন্যথায় রংপুর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন সাংবাদিকরা। একই সঙ্গে বাক স্বাধীনতা, আইনের শাসন ও গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তার দাবিতে সকলকে ঐক্যকবদ্ধ হওয়ার আহবান জানান।

এ জাতীয় আরও খবর