সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হাতে লেখা চিঠি পেয়ে নস্টালজিক হয়ে যেতাম : মুক্তি

news-image

বিনোদন ডেস্ক : নাচ ও মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে বেশ প্রশংসিত আয়েশা সালমা মুক্তি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমা দিয়েই বাজিমাত করেন।

সিনেমাটির পাশাপাশি ‘হও যদি তুমি নীল আকাশ’ গানে অন্যরকম এক জনপ্রিয়তা পান। এরপর ‘জোর করে ভালোবাসা হয় না’ নামে একটি সিনেমাতে কাজ করলেও এরপর আর তাকে দেখা যায়নি। তবে নাটক ও বিজ্ঞাপনে নিজেকে ব্যস্ত রেখেছেন।

মাঝে অনেকটা সময় বিরতি দিয়ে গেল কয়েক বছর ধরে অভিনয়ে নিয়মিত হয়েছেন। এখন অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন ‘তুমি আছো হৃদয়ে’ খ্যাত এই নায়িকা।

আজ (বুধবার) এ অভিনেত্রীর জন্মদিন। জন্মদিনে সহশিল্পী, ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন। এদিনে বিশেষ কোনো পরিকল্পনা না থাকলেও পরিবারের সঙ্গেই আড্ডা,গল্পে সময় কাটাবেন। সেই আড্ডায় যোগ দেবেন বন্ধু-বান্ধবরাও।

আয়েশা সালমা মুক্তি বলেন, জন্মদিন নিয়ে আসলে কখনোই ওরকমভাবে বিশেষ কিছু করা হয় না এখন। পরিবারের আড্ডায় বন্ধুরা আসে বেশ মজা করি, এভাবেই চলে যায় দিনটা। আর এখন দেশের যে পরিস্থিতি এমন সময়ে কিছু করার কথা ভাবছিও না।

তিনি আরও বলেন, যখন ছোট ছিলাম তখন জন্মদিন নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত থাকতাম। বিভিন্নরকম গিফট পেতাম। চকলেট, ফুল, পোশাকসহ অনেক কিছু পেতাম। এখনও পাই তবে আগের মতো ওই অনুভূতিটা কাজ করে না। সবাই মনে রেখে উইশ করে, এটাই আমার কাছে ভালো লাগে। সবার এমন ভালোবাসাতেই থাকতে চাই সবসময়।

জন্মদিনের স্মৃতি জানাতে গিয়ে তিনি বলেন, সত্যি বলতে আমি খুব ভুলোমনা। আমার কিছু মনে থাকে না। অল্পতেই ভুলে যাই সবকিছু। এখন যেমন সবাই ফেসবুক, হোটাসএপ বা ফোনে উইশ করে তারপর বিভিন্ন গিফট পাঠায় আমাকে, তার চেয়ে বেশি নস্টালজিক হয়ে যাই যখন কোনো হাতে লেখা চিঠি পাই।

আগে ভক্তদের কাছ থেকে অনেক অনেক হাতে লেখা চিঠি পেতাম। সে অনেক আগের কথা, তখন এত আধুনিকায়ন বা সোশাল মিডিয়া ট্রেন্ডিং ছিলো না। সাংবাদিকদের মাধ্যমে অনেক চিঠি পেতাম, ভিউ কার্ডস পেতাম। এত সুন্দর সুন্দর করে লিখে পাঠাতো সেসব দেখেই মুগ্ধ হয়ে যেতাম। সেসব কথা মনে হলেই ভীষণ নস্টালজিক হয়ে পড়ি।

সামনে ঈদ হলেও বিশেষ এ উৎসবকে ঘিরে নতুন কোনো কাজ করছেন না মুক্তি। ঈদের পর বেশ কিছু নতুন কাজে অংশ নেবেন বলে জানান।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?