শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাকি খাওয়ার জন্য বিজিবি সদস্য পরিচয় দিতেন পুলিশ!

news-image

অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শহরের শিবতলা মোড় থেকে প্রতারণার অভিযোগে মোহাম্মদ হোসেন (৩১) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মোহাম্মদ হোসেন বিজিবি ৫৩ ব্যাটালিয়নের সদস্য বলে পরিচয় দেন। পরে পরিচয় নিশ্চিত হয়ে আটককৃত মোহাম্মদ হোসেনকে ৫৩ বিজিবির হাতে তুলে দেয় সদর থানা পুলিশ।

সদর থানা পুলিশ জানায়, দীর্ঘদিন যাবৎ এসআই মামুন পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা থেকে দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে প্রতারণা করে আসছিল আটককৃত মোহাম্মদ হোসেন। শিবতলা মোড় এলাকায় মোহাম্মদ ইসারুল হকের (৩২) ব্যবসা প্রতিষ্ঠান ‘ডিজিটাল অটোরিকশা হাউসর’ ব্যাটারি বিক্রি করতে আসেন তিনি। তার কথাবার্তায় সন্দেহ হলে দোকান মালিক ও স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

থানায় জিজ্ঞাসাবাদে নিজেকে বিজিবি ৫৩ ব্যাটেলিয়নের সদস্য বলে পরিচয় দেন মোহাম্মদ হোসেন। পরে ৫৩ বিজিবিকে জানানো হলে তারা মোহাম্মদ হোসেনের পরিচয় নিশ্চিত করেন।

৫৩ বিজিবির কমান্ডিং অফিসার গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রতারণায় ক্ষতিগ্রস্থদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে।

সদর থানা পুলিশের উপপরিদর্শক সোহেল রানা বিজিবি সদস্য মোহাম্মদ হোসেনকে উদ্ধার ও বিজিবি কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজকের মত এমন অভিযোগ আরো এর আগে পাওয়া গিয়েছিল তার বিরুদ্ধ। সে কয়েক মাস যাবৎ এমন প্রত্যারণা করে আসছিল।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর