শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও শক্তিশালী হয়েছে দু’দেশের সম্পর্ক : মোদি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ও ভারতের স্বাভাবিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িতে মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা দুই দেশ একবিংশ শতকের গুরুত্বপূর্ণ সময়কালে নিজেদের লক্ষ্যপূরণ করবো। ভারত ও বাংলাদেশ উন্নতি ও প্রেমের পথে বিশ্বের পথপ্রদর্শন করতে থাকবে।’

তিনি বলেন, ‘আজ দুই দেশের স্বাভাবিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। উভয় দেশই নিজেদের বিকাশ, নিজের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস এবং অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি চায়।’

প্রায় ৩২ মিনিটের বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশ আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। আমাদের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে মনের সম্পর্ক।’

তিনি বলেন, ‘আমি আজ এখানে এসে তেমনটাই অনুভব করছি, ভারতে থাকা মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার লাখ লাখ ভাই-বোনেরা ওড়াকান্দি এসে যেমন অনুভব করেন।’

নরেন্দ্র মোদি বলেন, ‘এই দিনের এই পবিত্র মুহূর্তের প্রতীক্ষা আমার বহু দিনের বহু বছর ধরে ছিল। ২০১৫ সালে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে আসি, তখনই আমি এখানে আসার ইচ্ছা ব্যক্ত করেছিলাম। আমার সেই প্রত্যাশা, সেই কামনা আজ পূর্ণ হলো।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানে ভারতের ১৩০ কোটি ভাইবোনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে এসেছি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ায় আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আসার আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়েছিলাম। সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ওনার ভিশন আর বাংলাদেশের লোকেদের ওপর ওনার বিশ্বাস এক উদাহরণ স্বরূপ।’

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ভারতের বনগাঁয়ের এমপি শান্তনু ঠাকুরসহ ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)