সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিডনিতে ইতিহাসের ভয়াবহ বন্যা, ১৮ হাজার মানুষ বাস্তুচ্যুত

news-image

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে বিগত ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণে শহরটির পশ্চিমের ক্ষতিগ্রস্ত আরও কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি আগামী আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও সতর্কবার্তা দিচ্ছে।

গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাতে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য নিউ সাউথ ওয়েলসে (এনএসডাব্লিউ) নদীগুলো পানিতে ভরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পানির দ্রুত প্রবাহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এছাড়া মানুষের চলাফেরাসহ অন্যান্য সমস্যাও প্রকট। খবর রয়টার্সের

এ অবস্থায় রোববার সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েক হাজার লোককে বাড়িঘর ছেড়ে অন্যত্র যাওয়ার আহ্বান জানানো হয়। সেই সতর্কবার্তায় এরইমধ্যে অনেকে বাড়িঘর ছেড়েছেনও। আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয় মিলনায়তনে প্রায় দেড়শ’ মানুষ শনিবার রাতেই আশ্রয় নিয়েছেন। দাবানলের সময়ও এটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হয়েছিল।

রয়টার্স বলছে, কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের নিম্নাঞ্চল থেকে প্রায় ১৮ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে এরইমধ্যে। এছাড়া আরও কয়েক হাজার লোককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাংবাদিকদের বলেন, আমাদের নিজেদের প্রস্তুত করা দরকার। এটি একটি খুব কঠিন সপ্তাহ হবে।

অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেশটির ব্যুরো অব আবহাওয়া বিজ্ঞানের সিনিয়র আবহাওয়াবিদ জোনাথন হাউ বলেন, এটি কেবল বৃষ্টিপাতই নয়, এটি ধ্বংসাত্মক ঘটনারও কারণ। এটি তীব্র বাতাসও বটে।

প্রবল বৃষ্টিপাত নিউ সাউথ ওয়েলসের বিশাল অংশকে নিমজ্জিত করে ফেলেছে। অথচ একবছর আগেও একই অঞ্চলে আবহাওয়া পরিস্থিতির কারণে একেবারে বিপরীত ছিল। যখন কর্তৃপক্ষ লড়াই করেছিল খরা এবং বিপর্যয়কর দাবানলের সঙ্গে।

বেরেজিক্লিয়ান বলেন, আমি এমন কোনো রাজ্যের ইতিহাস জানি না, যেখানে মহামারির মধ্যে এমন চরম আবহাওয়া পরিস্থিতি দেখা দিয়েছে।

সরকারের তথ্য বলছে, রোববার সিডনিতে প্রায় ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে বছরের সবচেয়ে বৃষ্টি ভেজা দিন রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজ্যটির উত্তর উপকূলের কয়েকটি অঞ্চলে গত ছয়দিনে প্রায় ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা মার্চের গড়ের চেয়ে তিনগুণ বেশি।

উত্তর-পশ্চিম অস্ট্রেলিয়ায় গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ ও এনএসডাব্লিউ উপকূলের সংমিশ্রনের কারণে সোমবার থেকে দেশের পূর্ব উপকূলের বৃহৎ অংশ আরও বেশি ভারী বৃষ্টিপাতের কবলে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়া ব্যুরোর (বিওএম) কর্মকর্তা জেন গোল্ডিং।

গোল্ডিং সাংবাদিকদের বলেন, আমরা আশঙ্কা করছি, গতকয়েক দিন ধরে তেমন বৃষ্টিপাত দেখা যায়নি, যেমন আগামী কয়েকদিন দেখা যাবে। অঞ্চলগুলোতে আরও ভারী বৃষ্টিপাত হবে। এ কারণে আশঙ্কা করা হচ্ছে, সেই অঞ্চলগুলোতেও বন্যার ঝুঁকি বাড়বে।

প্রতিবেদন বলছে, সিডনির পশ্চিমাঞ্চলীয় কিছু অঞ্চলে ১৯৬১ সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।কর্তৃপক্ষ এও জানিয়েছে, তারা আশঙ্কা করছেন, এমন কঠিন আবহাওয়া পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে।

এদিকে, নিউ সাউথ ওয়েলসের বড় অংশের পাশাপাশি প্রতিবেশী কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যেও ভয়াবহ বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার