বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা নিলেন বিরোধীদলীয় নেতা রওশন

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের মেডিক্যাল সেন্টারে এই টিকা গ্রহণ করেন তিনি।

বিরোধী দলীয় নেতার একান্ত সচিব মো. মামুন হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা মোকাবিলায় সরকারের গণ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা গ্রহণ করেন বিরোধীদলীয় নেতা। এসময় সংসদ মেডিক্যাল সেন্টারের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

টিকা গ্রহণ শেষে সকলকে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এটা গ্রহণ করা জরুরি।’

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর