শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে : মার্কিন রাষ্ট্রদূত

news-image

নিউজ ডেস্ক : আর্থ-সামাজিক অগ্রগতির কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোহিঙ্গা সংকটে বিশাল মানবিক সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র সবচেয়ে সরব আছে।

বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফরের সম্ভাবনার বিষয়ে আলোচনা করে রাষ্ট্রদূত। তিনি আশা করেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সময় বাংলাদেশের সঙ্গে তাঁর দেশের সম্পর্ক আরো জোরালো হবে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর