শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইংলিশদের উড়িয়ে বিশাল জয় ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে দুই ইনিংসে আলো ছড়ালেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই পেলেন সেঞ্চুরির দেখা। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ছাপ রাখলেন অশ্বিন। সঙ্গে অবদান রেখেছেন অক্ষর প্যাটেল-কুলদ্বীপ যাদব। দুই বিভাগের নৈপূন্যে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজে ফিরল ভারত।

আজ মঙ্গলবার সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে চার ম্যাচের সিরিজে ১-১ সমতায় টানল বিরাট কোহলির দল।

দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ৪৮২ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। কিন্তু এই লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ রানে তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। টপ অর্ডারদের হারিয়ে চতুর্থদিনে ইংলিশদের মিডল অর্ডাররাও কিছু করতে পারেনি। অশ্বিন-প্যাটেলদের বোলিংয়ের সামনে দ্বিতীয় ইনিংসে ৫৪.২ ওভারে মাত্র ১৬৪ রানে গুটিয়ে গেল জো রুটের দল।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মইন আলি। ৩৩ রান আসে অধিনায়ক রুটের ব্যাট থেকে। বাকিরা কেউ ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।

ভারতের হয়ে বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। তিনটি নিয়েছেন অশ্বিন আর দুটি নিয়েছেন কুলদীপ।

এর আগে প্রথম ইনিংসে রোহিত শর্মার দেড়শ ছাড়ানো ইনিংসে ৩২৯ রান করেছে ভারত। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড করে ১৩৪ রান। এরপর লিড নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে অশ্বিনের সেঞ্চুরিতে ২৮৬ রানে থামে স্বাগতিকরা।

টেস্টে রানের হিসেবে ইংল্যান্ডকে সবচেয়ে বড় ব্যবধানের জয় এটি। এর আগে ১৯৮৬ সালে ২৭৯ রানে ইংলিশদের হারিয়েছিল ভারত। এ ছাড়া সব মিলিয়ে টেস্টে পঞ্চম সর্বোচ্চ বড় জয় এটি।

ম্যাচটিতে দুই বিভাগে অবদান রেখে ম্যাচ সেরা হয়েছেন অশ্বিন। সেঞ্চুরির পাশাপাশি প্রথম ইনিংসে ইংলিশদের পাঁচ উইকেট নিয়েছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত প্রথম ইনিংস : ৩২৯

ইংল্যান্ড প্রথম ইনিংস : ১৩৪

ভারত দ্বিতীয় ইনিংস : ২৮৬

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : (লক্ষ্য ৪৮২) (আগের দিন ৫৩/৩) ৫৪.২ ওভারে ১৬৪ (লরেন্স ২৬, রুট ৩৩, স্টোকস ৮, পোপ ১২, ফোকস ২, মঈন ৪৩, স্টোন ০, ব্রড ৫*; ইশান্ত ০/১৩, অক্ষর ৫/৬০, অশ্বিন ৩/৫৩, সিরাজ ০/৬, কুলদ্বীপ ২/২৫)।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী