রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ দিন পর থেকে বাড়বে তাপমাত্রা

news-image

নিউজ ডেস্ক : আগামী ৩ দিনে আবহাওয়ার তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তারপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তারপরের ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তারপরের ৫ দিনে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর