শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ায় করোনাভাইরাস ছড়াচ্ছে বাদুড়ের মাধ্যমে!

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারির জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসের সঙ্গে মিল আছে এমন করোনাভাইরাসগুলো এশিয়ার অনেকে অঞ্চলে বাদুড়ের মাধ্যমের মাধ্যমে ছড়াচ্ছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

সার্স-কোভ-২ এর কাছাকাছি একটি ভাইরাস পূর্ব থাইল্যান্ডের এক কৃত্রিম বন্য অভয়ারণ্যের হর্সশু প্রজাতির বাদুড়ের মধ্যে পাওয়া গেছে।

বিবিসি জানায়, ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক লিন-ফা ওয়াংয়ের নেতৃত্বে একটি গবেষক ওই অভয়ারণ্যে এ ভাইরাস শনাক্ত করেছেন।

গবেষণা সংশ্লিষ্ট একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে প্রাকৃতিক বিজ্ঞানবিষয়ক জার্নাল নেচার কমিউনিকেশনে।

গবেষকেরা ধারণা, সার্স-কোভ-২ এর সঙ্গে মিল আছে করোনাভাইরাসগুলোও এশিয়ার অনেক অঞ্চলের বাদুড়ের মধ্যে রয়েছে।

ওই অভয়ারণ্য থেকে চার হাজার ৮শ কিলোমিটার পর্যন্ত সেই সম্ভাব্য অঞ্চল ধরা হচ্ছে।

নমুনার জায়গা ও নমুনার আকার সীমিত ছিল বলে গবেষকেরা জানান। তবে তারা আত্মবিশ্বাসী যে ‘সার্স-কোভ-২ এর সঙ্গে জীনগতভাবে ব্যাপক মিলযুক্ত করোনাভাইরাসগুলো এশিয়ার অনেক দেশ ও অঞ্চলের বাদুড়ের মধ্যে রয়েছে।’

নিবন্ধটিতে বলা হচ্ছে, এই অঞ্চলের মধ্যে রয়েছে জাপান, চীন ও থাইল্যান্ড।

র‍্যাকসিএস২০৩ নামের এই ভাইরাসটির সঙ্গে সার্স-কোভ-২ এর জিনের গঠনের মিল (৯১.৫ শতাংশ) রয়েছে। এটির সঙ্গে আরেকটি করোনাভাইরাস আরএমওয়াইএন০২ এরও মিল রয়েছে, যা চীনের উনানের বাদুড়ের মধ্যে পাওয়া গিয়েছিল। এটি মূলত স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের আক্রান্ত করে।

আগের গবেষণাগুলো থেকে দেখা যাচ্ছে, মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার আগে সার্স-কোভ-২ ভাইরাসটি সম্ভবত একটি প্রাণী থেকে ছড়িয়েছিল, খুব সম্ভবত সেটি বাদুড়। তবে ভাইরাসটির সুনির্দিষ্ট উৎস এখনো অজানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর একটি গবেষণা দল এ নিয়ে তদন্ত চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী