সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিসরে চার বছর পর কারামুক্ত আলজাজিরার সাংবাদিক

news-image

অনলাইন ডেস্ক : চার বছরেরও বেশি সময় কারাভোগের পর মিসরে ছাড়া পেয়েছেন আলজাজিরার সাংবাদিক মাহমুদ হোসাইন। আনুষ্ঠানিক অভিযোগ এবং বিচার ছাড়াই তাকে এতদিন আটকে রাখা হয়ছিল।

মিসরীয় নাগরিক মাহমুদকে ২০১৬ সালের ডিসেম্বর থেকে আটকে রাখা হয়।

শনিবার তিনি কারামুক্ত হন বলে জানায় আলজাজিরা। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।

মাহমুদের কারামুক্তি স্বাগত জানিয়েছেন আলজাজিরা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত মহাপরিচালক মোস্তাফা সোয়াগ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হোসাইনের মুক্তি সত্যের মুহূর্ত এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উৎসাহব্যাঞ্জক মাইলফলক।’

নয় সন্তানের জনক মাহমুদ বিভিন্ন আরবি চ্যানেলে কয়েক দশক কাজ করেছেন। প্রথমে তিনি আলজাজিরায় ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন। পরে তিনি চ্যানেলটির সঙ্গে ২০১০ সালে প্রথমে কায়রো এবং পরে দোহায় ফুলটাইম কাজ শুরু করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেলে ৫৪ বছর বয়সী এই সাংবাদিককে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর আটক করা হয়। ছেড়ে দেওয়ার আগে আইনজীবীর অনুপস্থিতিতে তাকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরদিন ফের আটক করা হয়।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ‘ভুয়া খবর ছড়ানো এবং দেশের সুনাম ক্ষুণ্ন করতে বিদেশি কর্তৃপক্ষ থেকে অর্থ নেওয়ার’ প্রকাশ্যে অভিযোগ করে। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি। মাহমুদ এবং আলজাজিরা উভয় এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?