শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

news-image

বিনোদন ডেস্ক : জানুয়ারিতেই ৭৮তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ ঘোষণার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে ফেব্রুয়ারির শেষে নেয়া হয়। তবে এরইমধ্যে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের নাম ঘোষণা করেছে। ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়ালি মনোনীতদের নাম ঘোষণা করা হল।

মনোনয়ন তালিকায় এবার নেটফ্লিক্স সিনেমা, ড্রামা ও সিরিজের জয়জয়কার। মনোনয়ন তালিকায় ছয়টি ক্যাটাগরিতে অবস্থান নিয়ে প্রথমে রয়েছে ডেভিড ফিঞ্চারের ‘ম্যাঙ্ক’। এছাড়াও রয়েছে নেটফ্লিক্স ড্রামা ফিল্ম ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ এর নাম। এটি বেস্ট ফিল্ম, ড্রামা; বেস্ট ডিরেক্টর ও স্ক্রিনপ্লে, সাপোর্টিং অ্যাক্টর এবং বেস্ট সং এর জন্য লড়বে।

বেস্ট মোশন পিকচার- মিউজিক্যাল অর কমেডি ক্যাটাগরিতে মনোনীত হয়েছে নেটফ্লিক্সের ‘দ্য প্রম’। বেস্ট মোশন পিকচার- অ্যানিমেটেডের জন্য মনোনীত হয়েছে ‘ওভার দ্য মুন’। বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ, অ্যান্থোলজি সিরিজ অর মোশন পিকচার ফর টেলিভিশন ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ‘দ্য কুইনস গ্যামবিট’ ও ‘আন অর্থোডক্স’। এছাড়াও বেশ কয়েকটি কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্স ফিল্ম, ড্রামা কিংবা সিরিজ। সব মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৪২ বার নেটফ্লিক্সের নাম উঠে এসেছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি পুরস্কার ঘোষণার কথা রয়েছে। চলুন পাঠক, দেখে আসা যাক মনোনীতদের তালিকা।

বেস্ট মোশন পিকচার (ড্রামা)

দ্য ফাদার, ম্যাঙ্ক, নোম্যাডল্যান্ড, প্রমিজিং ইয়াং ওমান ও দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন।

বেস্ট অ্যাকট্রেস ইন অ্যা মোশন পিকচার (ড্রামা)

ভিয়োলা ডেভিস (মা রাইনিস ব্ল্যাক বটম), আন্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিলি হলিডে), ভেনেসা কির্বি (পিসেস অফ অ্যা ওমান), ফ্রান্সেস ম্যাকডরমান্ড (নোম্যাডল্যান্ড), ক্যারি মুলিগান (প্রমিজিং ইয়াং ওমান)।

বেস্ট অ্যাক্টর ইন অ্যা মোশন পিকচার (ড্রামা)

রিজ আহমেদ (সাউন্ড অফ মেটাল), চ্যাডউইক বোসম্যান (মা রাইনিস ব্ল্যাক বটম), অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), তাহার রাহিম (দ্য মরিটানিয়ান)।

বেস্ট মোশন পিকচার (মিউজিক্যাল অর কমেডি)

বোরাট সাবসিকোয়েন্স মুভি ফিল্ম, হ্যামিলটন, মিউজিক, পাম স্প্রিংস ও দ্য প্রম

বেস্ট অ্যাকট্রেস ইন অ্যা মোশন পিকচার (মিউজিক্যাল অর কমেডি)

মারিয়া বাকালোভা (বোরাট সাবসিকোয়েন্স মুভি ফিল্ম), কেট হাডসন (মিউজিক), মিশেল ফাইফার (ফ্রেঞ্চ এক্সিট), রোজামুন্ড পাইক (আই কেয়ার অ্যা লট), আনা টেইলর জয় (এমা)।

বেস্ট অ্যাক্টর ইন অ্যা মোশন পিকচার (মিউজিক্যাল অর কমেডি)

সাচা ব্যারন কোহেন (বোরাট সাবসিকোয়েন্স মুভি ফিল্ম), জেমস করডেন (দ্য প্রম), লিন মানুয়েল-মিরান্ডা (হ্যামিলটন), দেব পাটেল (দ্য পারসোনাল হিস্ট্রি অফ ডেভিড কপারফিল্ড), অ্যান্ডি স্যামবার্গ (পাম স্প্রিংস)।

বেস্ট অ্যাকট্রেস ইন সাপোর্টিং রোল ইন অ্যানি মোশন পিকচার

গ্লেন ক্লোজ (হিলবিলি এলেজি), অলিভিয়া কোলম্যান (দ্য ফাদার), জুডি ফস্টার (দ্য মরিটানিয়ান), আমান্ডা সাইফ্রাইড (ম্যাঙ্ক), হেলেনা জেঙ্গেল (নিউজ অফ দ্য ওয়ার্ল্ড)

বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল ইন অ্যানি মোশন পিকচার

সাচা ব্যারন কোহেন (দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন), ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ), জ্যারেড লেটো (দ্য লিটল থিংস), বিল মুরারি (অন দ্য রকস), লেজলি ওডম জুনিয়র (ওয়ান নাইট ইন মায়ামি)।

বেস্ট ডিরেক্টর

এমেরাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং উইম্যান), ডেভিড ফিঞ্চার (ম্যাঙ্ক), রেজিনা কিং (ওয়ান নাইট ইন মায়ামি), অ্যারোন সরকিন (দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন) ও ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)।

বেস্ট স্ক্রিনপ্লে

এমেরাল্ড ফেনেল (প্রমিজিং ইয়াং উইম্যান), জ্যাক ফিঞ্চার (ম্যাঙ্ক), অ্যারোন সরকিন (দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো সেভেন), ফ্লোরিয়ান জেলার ও ক্রিস্টোফার হ্যাম্পটন (দ্য ফাদার) ও ক্লোয়ি জাও (নোম্যাডল্যান্ড)।

বেস্ট মোশন পিকচার (অ্যানিমেটেড)

দ্য ক্রুডস-অ্যা নিউ এইজ, অনওয়ার্ড, ওভার দ্য মুন, সোল, উলফওয়াকার্স।

বেস্ট মোশন পিকচার (ফরেন ল্যাঙ্গুয়েজ)

অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক), লা লোরোনা (গুয়েতেমালা/ফ্রান্স), দ্য লাইফ অ্যাহেড (ইতালি), মিনারি (যুক্তরাষ্ট্র), টু অফ আস (ফ্রান্স/যুক্তরাষ্ট্র)।

বেস্ট অরিজিনাল স্কোর (মোশন পিকচার)

আলেকজান্দ্রে ডেসপ্ল্যাট (দ্য মিডনাইট স্কাই), লুডউইগ গোরানসন (টেনেট), জেমস নিউটন হোয়ার্ড (নিউজ অফ দ্য ওয়ার্ল্ড), ট্রেন্ট রেজনর অ্যান্ড অ্যাটিকাস রস (ম্যাঙ্ক), ট্রেন্ট রেজনর অ্যান্ড অ্যাটিকাস রস, জন বাতিস্তে (সোল)।

বেস্ট টেলিভিশন সিরিজ (ড্রামা)

দ্য ক্রাউন, লাভক্রাফট কান্ট্রি, দ্য ম্যান্ডালোরিয়ান, ওজার্ক ও র‍্যাচড।

বেস্ট অ্যাকট্রেস ইন অ্যা টেলিভিশন সিরিজ (ড্রামা)

অলিভিয়া কোলমান (দ্য ক্রাউন), জুডি কোমার (কিলিং ইভ), এমা কোরিন (দ্য ক্রাউন), লরা লিনেয় (ওজার্ক), সারা পলসন (র‍্যাচড)।

বেস্ট অ্যাক্টর ইন অ্যা টেলিভিশন সিরিজ (ড্রামা)

জেসন বেইটম্যান (ওজার্ক), জশ ও কনোর (দ্য ক্রাউন), বব ওডেনকার্ক (বেটার কল সোল), অ্যাল পাচিনো (হান্টার্স) ও ম্যাথিউ রাইস (প্যারি মেসন)।

সূত্র : গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী