শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে রিশাদের স্পিন যাদুতে দিশেহারা উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার ২৯ জানুয়ারি সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে রিশাদের বোলিংতোপে ২৫৭ রানে অলআউট হয়েছে ক্যারিবিয়ানরা।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটিয়েছেন শাহাদাত হোসেন দিপু। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই তারকা দলীয় ৬৭ রানে প্রথম উইকেটের পতন ঘটান। জন ক্যাম্পবেল তার শিকার হয়ে সাজঘরে ফিরেছেন ৪৪ রানে।

উইন্ডিজ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন লেগ স্পিনার রিশাদ। দলীয় ১১০ রানে মসলিকে ফেরত পাঠান তিনি। এরপর ধারাবাহিকভাবে উইন্ডিজ শিবিরে একের পর এক আঘাত হানেন টাইগাররা। খালেদের জোড়া আঘাত,সাইফের স্পিনে চা বিরতর আগেই ১৬৫ রানেই ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ক্যারিবিয়ানরা।

দিনের শেষ সেশনে এসে বেশিক্ষণ টিকতে পারেনি ক্যারিবিয়ানরা। কাইল মায়ার্সকে ৪০ রানে রিশাদ বোল্ড করলে ভাঙে ব্রাথওয়েটের সাথে বড় জুটি। একদিক আগলে রাখা ব্রাথওয়েটকে কিছুক্ষণ বাদেই ৮৪ রানে বিদায় করে দেন খালেদ। এরপর দ্রুতই ক্যারিবিয়ান বাকি উইকেট নিয়ে ২৫৭ রানে গুটিয়ে দেয় বিসিবি একাদশ।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৫ টি উইকেট নিয়েছেন রিশাদ। এছাড়াও খালেদ আহমেদ ৩, দিপু ১ ও সাইফ ১ উইকেট নেন।

বিসিবি একাদশ:

কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ ও সৈয়দ খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:

ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শায়নে মোসেলে, এনক্রুমাহ বোনার, কাভেম হজ, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

এ জাতীয় আরও খবর