সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ মেয়র প্রার্থী একই মঞ্চে জনগণের মুখোমুখি

news-image

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে একই মঞ্চে জনগণের মুখোমুখি হয়েছেন পাঁচজন মেয়র প্রার্থী। আগামী ৩০ জানুয়ারি তৃতীয় পৌরসভা নির্বাচনে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত জনপ্রতিনিধি নির্বাচিত করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি সংলাপের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্তমঞ্চে ‌‘অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই’ শীর্ষক স্লোগানে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ অনুষ্ঠানের আয়োজন করে। সুজন এর কলারোয়া উপজেলা সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসরের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজন এর বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। সম্নানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল রেজা।

সংলাপে কলারোয়া পৌরসভা নির্বাচনে পরস্পর প্রতিদ্বন্দ্বী ৫ জন মেয়র প্রার্থী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মাস্টার মনিরুজ্জামান বুলবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের শরিফুজ্জামান তুহিন, আ’লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম ও তার সহধর্মিণী জগ প্রতীকের নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন। সংলাপের সময় জনতার সামনে প্রার্থীরা একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এ ছাড়া তারা সাধারণ ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং নিজেদের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পরে সাধারণ ভোটাররাও তাদের সুষ্ঠু ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগের শপথবাক্য পাঠ করেন।

অনুষ্ঠানে জেলা সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়তুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. এবিএম সেলিম হোসেন, উপজেলা সুজন এর সহসভাপতি প্রফেসর আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাংবাদিক মাষ্টার দীপক শেঠ, প্রভাষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমান, প্রচার সম্পাদক আ. ওহাব মামুন, কোষাধ্যক্ষ বাবু লক্ষণ কুমার বিশ্বাসসহ সুজন এর সকল কর্মকর্তা, সংবাদিকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজনের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাস্টার শেখ শাহাজান আলী শাহিন।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?