শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নেওয়ার অপরাধে হংকংয়ে ৫০ গণতন্ত্রপন্থী গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কার্যত সব বিরোধী নেতাকে জেলে ভরে দিয়েছে হংকংয়ে চীনের প্রশাসন। নির্বাচনে অংশ নেওয়ার অপরাধে তাদের গ্রেফতার করা হয়েছে।

ডেমোক্র্যাটিক পার্টির নেতারা ফেসবুক পেজে লিখেছেন, সেপ্টেম্বরের অ্যাসেম্বলি নির্বাচনের আগে বিরোধীরা যে প্রাইমারি ভোটের আয়োজন করেছিল, তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। হংকংয়ে চীন যে জাতীয় নিরাপত্তা আইন চালু করেছে, তার কারণেই এই গ্রেফতার সম্ভব হয়েছে বলে তাদের দাবি।

একসঙ্গে এত মানুষকে এর আগে কখনও গ্রেফতার করা হয়নি হংকংয়ে। বিক্ষোভ মিছিলে এর চেয়ে অনেক বেশি মানুষকে আটক করা হয়েছে। কিন্তু এভাবে গ্রেফতার করা হয়নি।
গণতন্ত্রপন্থী বিরোধীপক্ষের বহু নেতাকে জেলে ঢুকিয়ে দিয়েছে হংকংয়ে চীনের প্রশাসন। তবে চীনের প্রশাসন এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

গণতন্ত্রপন্থীদের বক্তব্য, সেপ্টেম্বর হংকংয়ে অ্যাসেম্বলি নির্বাচন হওয়ার কথা ছিল। তার আগে বিরোধীদের শক্তি বোঝার জন্য তারা একটি প্রাইমারি ভোটের ব্যবস্থা করেছিলেন। ওই ভোটের সঙ্গে প্রশাসনের কোনও সম্পর্ক নেই। বিরোধীরা বেসরকারিভাবে ওই ভোটের আয়োজন করেছিল। প্রাইমারি নির্বাচন হলেও অ্যাসেম্বলি নির্বাচন হয়নি। প্রশাসন প্যানডেমিকের দোহাই দিয়ে নির্বাচন স্থগিত রেখেছে। বিরোধীদের দাবি, নির্বাচন হলে বিরোধীরা অনেক বেশি আসন পেয়ে যাবে এবং হংকংয়ে চীনের প্রতিপত্তির উপর বাধা সৃষ্টি করবে, এই ভয়ে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

চীনের প্রশাসন দাবি করেছিল, বেআইনিভাবে প্রাইমারি নির্বাচনের আয়োজন করা হয়েছিল। সেই কারণেই মঙ্গলবার এতজন বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের সাহায্যে এই গ্রেফতার সম্ভব হয়েছে। বস্তুত, গ্রেফতারের পর হংকংজুড়ে ফের অস্থিরতা শুরু হয়েছে। বিরোধীরা বড় আন্দোলনের পরিকল্পনা শুরু করেছে। সূত্র: ডয়েচে ভেলে

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী