রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়দার সমর্থক ২ সদস্য আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার শাহবাজপুর দিঘির উত্তরপাড় এলাকা হতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১৪। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযানে আটকৃতরা হলেন, উপজেলার শাহবাজপুর গ্রামের মো: গিয়াস উদ্দিনের ছেলে ১। মোঃ ইয়াহিয়া (২২) ও মো: আলাউদ্দিন মিয়ার ছেলে ২। মোঃ হুজাইফা সাদ (২০)।

র‌্যাব-১৪ জানায়, কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় নিষিদ্ধঘষিত জঙ্গি সংগঠনের ২ সদস্যকে আটক করে। এসময় তাদের হেফাজত হতে উগ্রবাদী বই ২ টি, উগ্রবাদী ২ টি বইয়ের ফটোকপি, প্রচারণা সংক্রান্ত লিফলেট ৪ টি, মোবাইল ০২টি, মোবাইল ম্যাসেজের ফটোকপি ৩ পাতা উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল-কায়দার সমর্থক হয়ে উঠে। পরবর্তীতে তারা জিহাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেলার সরাইলের এলাকাসহ বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আল-কায়দার সদস্য সংগ্রহ করে সংগঠন এর কার্যক্রম পরিচালনা করে। সেসাথে উগ্রবাদী মতাদর্শে বিশ্বাসী হয়ে উগ্রবাদী বই ও উগ্রবাদী প্রচারণা সংক্রান্ত লিফলেট এবং মোবাইল এর মাধ্যমে উগ্রবাদী প্রচারণা করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর