শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই নাগমা সৌরভের অসুস্থতায় বিচলিত

news-image

অনলাইন ডেস্ক : একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের নিয়ে আলোচনাও হতো নিরন্তর। অবশ্য ভারতীয় ক্রিকেট-বলিউড জুটির তালিকায় আক্ষেপ হয়েই রয়ে যান সৌরভ গাঙ্গুলি এবং নাগমা।

বর্তমানে বিসিসিআই সভাপতির দায়িত্বে থাকা ভারতের সাবেক অধিনায়ক সৌরভ শনিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরই বিচলিত হয়ে পড়েন অভিনেত্রী নাগমা।

খবর পেয়েই উদ্বিগ্ন নাগমা টুইট করেন। যেখানে তিনি সংক্ষিপ্ত বয়ানে লেখেন, ‘দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। অনেক প্রার্থনা রইল।’

২০০০ সালে দক্ষিণী অভিনেত্রী নাগমা আর সৌরভের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সেই সময় ক্যারিয়ারের তুঙ্গে থাকা সৌরভ বা নাগমা কেউ অবশ্য সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোথাও কিছু বলেননি। ফলে রহস্য দানা বাঁধে আরও বেশি।

সাধারণ ক্রিকেটপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। প্রশ্ন একটাই, সত্যি কি সৌরভ ও নাগমার মধ্যে কোনো সম্পর্ক ছিল?

অনেক দিন পর হওয়ার পর গত বছর নীরবতা ভেঙেছিলেন নাগমা। তিনি বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে ক্যারিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই কিছু ব্যাপার থেকে সরে আসার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল।’

তবে এবার কোনো রাখঢাক না করে সৌরভের আরোগ্য কামনায় টুইট করলেন নাগমা। তবে এই প্রথম নয়।

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদের আবহেই খুশবন্ত সিংহকে উদ্ধৃত করে এক সময় সৌরভ-কন্যার পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। পরে সৌরভ বলেছিলেন ওকে এসবে জড়াবেন না। রাজনীতি সম্পর্কে জানার ব্যাপারে সানা যে খুবই ছোট, তা-ও দাবি করেন সৌরভ।

সে সময় সানা আর সৌরভ দু’জনের উদ্দেশেই টুইট করেন নাগমা। টুইটে সানার রাজনৈতিক মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি সরাসরি সৌরভকে বলেন, ‘সানা একজন প্রাপ্ত বয়স্ক নাগরিক। তার ভোট দেওয়ার অধিকার যেমন আছে, তেমনই তার স্বাধীন মত সর্বত্র প্রকাশের অধিকারও আছে। সৌরভ যেন সানাকে বাধা না দেন বরং তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে বাবা হিসেবে উৎসাহিত করেন।’

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী