শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর নতুন অর্জন

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো জীবনে কম পুরস্কার জেতেননি। তবে এবারের অর্জনটি (পুরস্কারটি) কিছু জায়গায় ব্যতিক্রম। ফিফা ‘বেস্ট’ কিংবা ব্যালন ডি–অর’র মতো এই পুরস্কার বারবার জেতার সুযোগ নেই। সেজন্য জীবনে একবারই জেতা যায়। আর সেই আরাধ্য পুরস্কারটির নাম হলো ‘গোল্ডেন ফুট’। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন রোনলাদো।

গত ১ ডিসেম্বর এ বছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। তবে রোববার ট্রফিটি হাতে পেয়েছেন তিনি। করোনার কারণে ‘বন্ধ দরজা’ পরিবেশের মধ্যে গোল্ডেন ফুট স্মারক তুলে দেয়া হয় ৩৫ বছর বয়সী জুভেন্টাস তারকাকে।

জেনে রাখা ভালো, এই পুরস্কার অর্জনে বয়স হতে হবে ন্যূনতম ২৮ বছর। থাকতে হবে সোনা ফলানো ক্যারিয়ার এবং চালিয়ে যেতে হবে খেলা। এরপরই বিবেচনা করা হয়। পুরস্কারটি তাই নিশ্চিতভাবেই রোনালদোর জন্য বিশেষ কিছু।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্মারকের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে সর্বকালের সেরাদের সঙ্গে আমার নাম থাকায় সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।’

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা: রবার্তো ব্যাজ্জিও (২০০৩), পাভেল নেভদেদ (২০০৪), আন্দ্রে শেভচেঙ্কো (২০০৫), রোনালদো নাজারিও (২০০৬), ডেল পিয়েরো (২০০৭), রবার্তো কার্লোস (২০০৮), রোনালদিনহো (২০০৯), ফ্রান্সেকো টট্টি (২০১০), রায়ান গিগস (২০১১), ইব্রাহিমোভিচ (২০১২), দিদিয়ের দ্রগবা (২০১৩), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪), স্যামুয়েল ইতো (২০১৫), গিয়ানলুইগি বুফন (২০১৬), ইকার ক্যাসিয়াস (২০১৭), এডিনসন কাভানি (২০১৮), লুকা মদ্রিচ (২০১৯)

প্রসঙ্গত, গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড ২০০৩ সাল থেকে চালু হয়। সংবাদমাধ্যমের একটি প্যানেল প্রথমে ১০ জন ফুটবলারকে নির্বাচন করে থাকে। পরে তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। চলতি বছর রোনালদো ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন মেসি, লিইয়েনডস্কি, নেইমার, আগুয়েরো, রামোস, পিকে, সালাহ, কিয়েল্লিনি ও ভিদাল। শেষ পর্যন্ত ভোটে জিতে বাজিমাত করেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী