পাচারকালে ৩ লাখ ২২ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩ লাখ ২২ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ করেছে।
বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেঃ কমান্ডার মো. আমিরুল হক বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ কোস্টগার্ড বিসিজি স্টেশনের সদস্যরা সাবরাং কাঁটাবুনিয়া এলাকায় সমুদ্র উপকূল পয়েন্ট দিয়ে ইয়াবা খালাসের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে সাবরাং নোয়াপাড়া এলাকার ওসমান গণির ছেলে মো. আরমানের মালিকানাধীন একটি কাঠের নৌকাসহ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়। তা গণনা করে ৩ লাখ ২২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পদক্ষেপ গ্রহণের পর জব্দকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।