খাবার স্পর্শ করায় ভারতে দলিত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক : খাবার স্পর্শ করার জেরে দলিত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ছত্তারপুর জেলায়। সেখানে দলিত দেবরাজ অনুরাগি’কে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক।
আহত অবস্থায় পরিবারের লোকজনকে এ ব্যাপারে জানানোর পর মারা যান দেবরাজ। পুলিশ কর্মকর্তা সামির সৌরভ বলেছেন, ভারতীয় আইনের ৩০২ ধারায় মামলা নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, দুই যুবক- রোহিত সনি ও সন্তোষ পাল মিলে দেবরাজকে বেধড়ক পেটায়। মারধরের পর বাড়ির সামনে তাকে রেখে পালিয়ে যায়।
মারা যাওয়ার আগে দেবরাজ জানিয়েছেন, খাবার স্পর্শ করার কারণে রোহিত ও সন্তোষ মিলে তাকে পিটিয়েছে। মারের চোটে দেবরাজের পিঠে কালো দাগ পড়ে গেছে।
সূত্র: খালিজ টাইমস