বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ মামুনুলকে নিয়েই কাতার যাচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার। একদিনের বিরতি দিয়ে বৃহস্পতিবারই কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়তে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা। উদ্দেশ্য বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ। যে ম্যাচের প্রথমিক দলে রাখা হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামকে।

মামুনুল চোটের কারণে নেপালের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যান।

কাতার ম্যাচের জন্য বুধবার ২৭ জনের প্রাথমিক দল দেয় বাফুফে। নেপালের বিপক্ষে স্কোয়াডে থাকা ২৩ জনের সবাই আছেন সে দলে। সঙ্গে মামুনুল ছাড়াও যোগ হয়েছেন- পাপ্পু হোসেন, ডিফেন্ডার রায়হান হাসান ও মনজুরুর রহমান মানিক।

বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে ৪ ডিসেম্বর মাঠে নামবে জামালরা। দ্বিতীয় পর্বের ম্যাচ এটি। ঘরের মাঠে প্রথমপর্বে কাতারের বিপক্ষে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচ দারুণ লড়াই করে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

কাতারের বিপক্ষে ২৭ জনের প্রাথমিক দল:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।

ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক।

মিডফিল্ডার: আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।

এ জাতীয় আরও খবর

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী

দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে বাধা নেই

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি