শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অল্পের জন্য রেকর্ড হয়নি, তারপরও পার্পল ক্যাপ রাবাদার

news-image

স্পোর্টস ডেস্ক : ফাইনাল ম্যাচে অন্তত ৩টি উইকেট নিতে পারলেই হতো দিল্লি ক্যাপিট্যালসের দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদার। কিন্তু তিনি ৩ ওভারে ৩২ রান খরচ করলেও উইকেট নিতে পেরেছেন মাত্র ১টি। ফলে রেকর্ড গড়া হয়নি তার। তবে সর্বোচ্চ উইকেটশিকারির খেতাব পেতে কোনো সমস্যাই হয়নি রাবাদার।

গত আসরের ধারাবাহিকতা আইপিএলের এবারের আসরেও দুর্দান্ত বোলিং করেছেন রাবাদা। ইনজুরির কারণে গতবার খেলতে পারেননি সবগুলো ম্যাচ। মাত্র ১২ ম্যাচেই নিয়েছিলেন ২৫ উইকেট। মাত্র ১ উইকেট বেশি নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ জিতে নেন রাবাদার স্বদেশি লেগস্পিনার ইমরান তাহির।

তবে এবার আর কোনো ভুল করেননি রাবাদা, পড়তে হয়নি ইনজুরিতে, খেলতে পেরেছেন পুরো টুর্নামেন্ট। যার ফলে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ জিতে নিতেও সমস্যা হয়নি কোনো। ফাইনালে মুম্বাইয়ের কাছে হেরে গেলেও ১৭ ইনিংসে ৩০ উইকেট নিয়ে সবার ওপরে নিজের নাম বসিয়েছেন রাবাদা।

যদিও মাত্র ২ উইকেটের জন্য রেকর্ড গড়া হয়নি এ তরুণ পেসারের। আইপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। তিনি ২০১৩ সালের আসরে পকেটে পুরেছিলেন ৩২টি উইকেট। আর মাত্র ২ উইকেট পেলেই এ রেকর্ডে ভাগ বসাতে পারতেন রাবাদা। আর ৩টি পেলে এককভাবেই গড়তেন রেকর্ড।

আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেটশিকারি

১/ কাগিসো রাবাদা (দিল্লি) – ১৭ ইনিংসে ৩০ উইকেট, সেরা বোলিং ২৪ রানে ৪ উইকেট
২/ জাসপ্রিত বুমরাহ (মুম্বাই) – ১৫ ইনিংসে ২৭ উইকেট, সেরা বোলিং ১৪ রানে ৪ উইকেট
৩/ ট্রেন্ট বোল্ট (মুম্বাই) – ১৫ ইনিংসে ২৫ উইকেট, সেরা বোলিং ১৮ রানে ৪ উইকেট
৪/ এনরিচ নর্টজে (দিল্লি) – ১৬ ইনিংসে ২২ উইকেট, সেরা বোলিং ৩৩ রানে ৩ উইকেট
৫/ ইয়ুজভেন্দ্র চাহাল (ব্যাঙ্গালুরু) – ১৫ ইনিংসে ২১ উইকেট, সেরা বোলিং ১৮ রানে ৩ উইকেট

এছাড়া ২০ উইকেট করে নিয়েছেন আরও তিনজন বোলার। তারা হলেন হায়দরাবাদের রশিদ খান, রাজস্থানের জোফরা আর্চার এবং পাঞ্জাবের মোহাম্মদ শামি। উল্লেখযোগ্য তথ্য হলো, এবারের আসরে ন্যুনতম ৫ উইকেট শিকারি ৪৪ জন বোলারের মধ্যে একমাত্র রশিদের ইকোনমি রেটই ছিল ছয়ের নিচে (৫.৩৭)।

আইপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেটশিকারি

২০০৮ – সোহেল তানভীর (১১ ইনিংসে ২২ উইকেট)
২০০৯ – আরপি সিং (১৬ ইনিংসে ২৩ উইকেট)
২০১০ – প্রজ্ঞান ওঝা (১৬ ইনিংসে ২১ উইকেট)
২০১১ – লাসিথ মালিঙ্গা (১৬ ইনিংসে ২৮ উইকেট)
২০১২ – মরনে মরকেল (১৬ ইনিংসে ২৫ উইকেট)
২০১৩ – ডোয়াইন ব্রাভো (১৮ ইনিংসে ৩২ উইকেট)
২০১৪ – মোহিত শর্মা (১৬ ইনিংসে ২৩ উইকেট)
২০১৫ – ডোয়াইন ব্রাভো (১৬ ইনিংসে ২৬ উইকেট)
২০১৬ – ভুবনেশ্বর কুমার (১৭ ইনিংসে ২৩ উইকেট)
২০১৭ – ভুবনেশ্বর কুমার (১৪ ইনিংসে ২৬ উইকেট)
২০১৮ – অ্যান্ড্রু টাই (১৪ ইনিংসে ২৪ উইকেট)
২০১৯ – ইমরান তাহির (১৭ ইনিংসে ২৬ উইকেট)
২০২০ – কাগিসো রাবাদা (১৭ ইনিংসে ৩০ উইকেট)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)