শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোজাম্বিকে ৫০ জনের শিরশ্ছেদ করল জঙ্গিরা

news-image

অনলাইন ডেস্ক : পাঁচ দিনের ব্যবধানে আফ্রিকার দেশ মোজাম্বিকে আরও ৫০ জনের শিরশ্ছেদ করেছে জঙ্গিরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই ঘটনার জন্য ইসলামপন্থীদের দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের’ স্থান হিসেবে ব্যবহার করেছে।

অন্য কয়েকটি গ্রামে আরও কয়েক জনকে হত্যা করা হয়েছে। গ্যাস সমৃদ্ধ ক্যাবো দেলগাদো প্রদেশে ২০১৭ সাল থেকেই এ ধরনের নৃশংস ঘটনা ঘটছে।

এর আগে গত ৫ নভেম্বর দেশটির বিদ্রোহকবলিত উত্তর-পূর্ব অঞ্চলে একইভাবে ২০ জনকে হত্যা করা হয়।এই ২০ জনের মধ্যে ৫ জন প্রাপ্তবয়স্ক ও ১৫ জন কিশোর। তাদের মৃতদেহগুলো একটি বনের মধ্যে ছড়ানো-ছিটানো ছিল।

মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে গত কয়েক বছরে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ঘরছাড়া হয়েছেন ৪ লাখ ৩০ হাজারের বেশি। সোমবারের হামলাকে বিবিসির প্রতিবেদক সাম্প্রতিক সময়ের অন্যতম নৃশংস বলে মন্তব্য করেছেন।

স্থানীয়রা জঙ্গিদের হাত থেকে মুক্তি পেতে শান্তিচুক্তির দাবি তুলেছেন।এদিনের হামলার সময় গ্রাম থেকে যারা পালাতে চেয়েছেন, তাদের ধরে ধরে ফুটবল মাঠে নেয়া হয়।

এ জাতীয় আরও খবর