শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা:) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ  সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার পিন্সিপাল মুফতি মুবাররক উল্লাহ্ সভাপত্বিতে সমাবেশে বক্তব্য রাখেন, জামিয়া দারুল আরকামের মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুর রহিম কাসেমী,  মুফতি নোমান হাবিবী,  মুফতি বোরহান উদ্দিন কাসেমীসহ প্রমুখ।এ সময় বক্তারা ফ্রান্সের ইসলামী বিদ্বেশী আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহবান জানান।
জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার মানুষ এরাদায়ে তালিমিয়া ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে মিছিলে  অংশ গ্রহণ করে।

এ জাতীয় আরও খবর