রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান সফরে থাকা জিম্বাবুয়ে দলে করোনার হানা

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের কবলে পড়েছে সম্প্রতি পাকিস্তান সফরে আসা জিম্বাবুয়ে দলে। রেজিস চাকাভা ও টিমাইসেন মারুমার কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

করোনা প্রটোকল অনুযায়ী, তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এতে অবশ্য আতঙ্কের কিছু নেই। কেননা করোনা আক্রান্ত দুই ক্রিকেটার পাকিস্তানে সফররত জিম্বাবুয়ে দলের স্ট্যান্ডবাই সদস্য। তারা হারারেতে জিম্বাবুয়ের ক্রিকেট অ্যাকাডেমিতে বায়ো সিকিউর বাবলে রুমমেট ছিলেন।

পাকিস্তান সফরের জন্য ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন। তবে ২০ সদস্যের মূল স্কোয়াডে না থাকায় ভাইরাস শনাক্তকালে অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা ছিলেন।

এছাড়া আলাদা-আলাদা হোটেলে থাকায় স্ট্যান্ডবাই খেলোয়াড়দের সঙ্গে মূল দলের খেলোয়াড়দেরও কোনো সংস্পর্শ নেই।

দুই ক্রিকেটার ছাড়াও দলের দুই স্টাফের শরীরেও করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

মূল দলে কারোর রিপোর্ট পজিটিভ আসেনি। তবে দলের কোয়ারেন্টাইনকালীন সময় শেষ হওয়ার পর আবার করোনা টেস্ট করা হবে।

এই সফরে স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের একটি ওয়ানডে ও তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে।

রাওয়ালপিন্ডিতে ৩০ অক্টোবর, ১ নভেম্বর ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ তিনটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অংশ। এরপর লাহোরে ৭, ৮ ও ১০ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।