রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা ‘কমন গুড’ না করলে অনেক প্রাণ যাবে : ড. ইউনূস

news-image

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাসের টিকাকে ‘কমন গুড’ বা সবার কল্যাণ হয় এমন ‘পণ্য’ ঘোষণা না করলে আরও অনেক মানুষের প্রাণ যাবে বলে বিশ্বনেতাদের সতর্ক করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ আয়োজিত ওয়েব সেমিনারে বৃহস্পতিবার বাংলাদেশের এই অর্থনীতিবিদ বলেন, কারো নামেই ভ্যাকসিন পেটেন্ট করা উচিত হবে না। কারণ এসব ক্ষেত্রে ফার্মাসিউটিক্যালস কোম্পানির পক্ষে লাইসেন্স পাওয়া কঠিন হয়ে যায়।

‘অনেক উন্নত দেশ ভ্যাকসিন কোম্পানিগুলোর পেছনে কাড়িকাড়ি টাকা ঢালছে। এরা বড় ধরনের লাভ করেই খুশি থাকে। গরিব দেশের কথা ভাবে না।’

‘এর ফলে ভ্যাকসিনের অভাব হলে গরিব দেশের অনেক মানুষ প্রাণ হারাবে।’

ইউনূস বলেন, ‘পোলিও ভ্যাকসিনকে কমন গুড ঘোষণা করা হয়েছিল বলেই এটি পৃথিবী থেকে নির্মূল হয়েছে।’

আরেকটি বিপদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কমন গুড ঘোষণা না করলে অনেক কোম্পানি লাভ করার জন্য ফেক ভ্যাকসিন বানাবে।’

ইউনূস কয়েক মাস ধরে করোনা এবং ভ্যাকসিন নিয়ে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। জুলাইয়ের শেষ দিকে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভার্চুয়াল আলাপে বলেন, ‘সামনের কয়েক দশকে অসংখ্য মানুষ কর্মহীন হবেন। এখন আমাদের কি পেছনে ফেরা উচিত? পেছনে ফিরলে আত্মঘাতী ব্যাপার হবে। তাই এই করোনাভাইরাস আমাদের নতুন করে ভাবার সুযোগ দিয়েছে। সুযোগ দিয়েছে পরিবর্তন আনার।’