রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্রিকেটারদের তিন ভাগে ভাগ করে হচ্ছে তিন দলীয় ওয়ানডে টুর্নামেন্ট। মঙ্গলবার ওই টুর্নামেন্টের কথা নিশ্চিত করে দলও ঘোষণা করেছে বিসিবি। বুধবার ঘোষণা করেছে সূচি।

আগামী ১১ অক্টোবর তিন দলের ওই ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। সূচি অনুযায়ী, শেষ ম্যাচ তথা ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এর আগে প্রতি দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। অর্থাৎ প্রতি দল খেলবে চারটি করে ম্যাচ। ওই চার ম্যাচের মধ্যে দলে থাকা ১৫ জনকেই সুযোগ দিতে হবে।

সূচি অনুযায়ী, ১১ অক্টোবর মাহমুদুল্লাহ রিয়াদের দল মুখোমুখি হবে নাজমুল শান্তর দলের। ১৩ অক্টোবর আবার মাঠে নামবে মাহমুদুল্লাহর দল। এবার তাদের প্রতিপক্ষ তামিমের দল। ১৫ অক্টোবর খেলবে তামিম ও নাজমুল শান্তর একাদশ। এরপর ১৭ অক্টোবর থেকে আবার রিভার্স সূচি।

অর্থাৎ মাহমুদুল্লাহ খেলবেন শান্তর দলের বিপক্ষে। ১৯ অক্টোবর মাহমুদুল্লাহ ও তামিমের দল খেলবে। ২১ অক্টোবর শান্ত ও তামিমের দল খেলার পরে ২৩ অক্টোবর মাঠে গড়াবে ফাইনাল। সবগুলো ম্যাচ দুপুর দেড়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম শুরু হবে। ওয়ানডে টুর্নামেন্ট শেষে পাঁচ দল নিয়ে কর্পোরেট টি-২০ ‘র আয়োজন করবে বিসিবি।