রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: খুলছে লাতিন আমেরিকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেও স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করায় লাতিন আমেরিকাকে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আলজাজিরার খবর।

বুধবার সংস্থাটির আঞ্চলিক ডিরেক্টর কারিসা ইটিয়েন বলেন, ‘গত দুই সপ্তাহে কলম্বিয়ার ভেনিজুয়েলা সীমান্ত এলাকায় করোনা সংক্রমণ দশগুণ বেড়েছে।’

ওয়াশিংটন থেকে এক অনলাইন ব্রিফিংকে তিনি জানান, মেক্সিকোর কিছু অংশে মৃত্যুর হার বাড়ছে। একই চিত্র ইকুয়েডর, কোস্টারিকা, বলিভিয়া এবং আর্জেন্টিনার কিছু এলাকায়।

তিনি বলেন, ‘সময়ের আগে সব কিছু খুলে দেয়ায় ভাইরাস আরও বেশি সংক্রমিত হবে এবং মানুষ বড় ধরনের ঝুঁকিতে পড়বে।’

লাতিন আমেরিকার সরকারগুলোর প্রতি তিনি আহ্বান করেন, পর্যটন খুলে দেয়ায় মানুষের চলাচল সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে। এর জন্য তিনি ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলোর উদাহারণ দেন, যেখানে পর্যটন খুলে দেয়ার পরও নতুন করে সংক্রমণ হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের পরিসংখ্যান অনুসারে আমেরিকার অঞ্চলটিতে ৮৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩ লাখ ১৪ হাজার জন। করোনাভাইরাসে পৃথিবীর কোনো অঞ্চলে এটিই সবচেয়ে বেশি মৃত্যু।

এ জাতীয় আরও খবর