বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তিনি মাদকাসক্ত ছিলেন, কঙ্গনা নিজেই জানালেন

news-image

বিনোদন ডেস্ক : বলিউড, বিতর্ক, টুইটার বা রাজনীতি—সব অঙ্গন মাতিয়ে রেখেছে একটাই নাম—কঙ্গনা, কঙ্গনা আর কঙ্গনা। এর মধ্যে কিছুদিন পরপর ভাইরাল হওয়া এক একটা পুরোনো ভিডিও কঙ্গনার পুরোনো আলাপকে সরিয়ে জায়গা করে নেয়। জন্ম দেয় নতুন নতুন বিতর্কের।

এই যেমন কঙ্গনার পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে কঙ্গনা নিজেই বলেছেন, তিনি মাদকাসক্ত ছিলেন। আর এখন কঙ্গনার দাবি, কেউ যদি প্রমাণ করতে পারে যে তিনি মাদকাসক্ত, তাহলে চিরতরে তিনি মুম্বাই ছেড়ে চলে যাবেন। এমন সময় এই সাক্ষাৎকার আগুনে ঘি ঢেলেছে। হুড়মুড় করে চারদিকে ছড়িয়ে পড়ছে এর উত্তাপ। কঙ্গনা ওই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম। পরের দুই বছরের ভেতর আমি বলিউডের হিরোইন হলাম। আর সেই সঙ্গে মাদকাসক্ত হয়ে পড়লাম। আমার জীবনে অনেক কিছু ঘটে গেল। অথচ তখন আমি কেবল কিশোরী। তাহলে বুঝুন, আমি কতটা ভয়ংকর।’

এদিকে ২০১৬ সালে কঙ্গনার সাবেক প্রেমিক অধ্যয়ন সুমনের দাবি, কোকেনে আসক্ত ছিলেন কঙ্গনা। ২০০৮ সারে কঙ্গনার জন্মদিনে কোকেন পার্টি করা নিয়ে তাঁদের মধ্যে ঝগড়াও হয়। ডিএনএ–কে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যয়ন সুমন বলেন, ‘২০০৮ সালে “দ্য লিলা”য় ও ওর জন্মদিনের পার্টি করে। ইন্ডাস্ট্রির পরিচিতদের দাওয়াত দিয়েছিল। বলল, রাতে নাকি কোকেন পার্টি করবে। শুনেই আমি না করে দিই। এই নিয়ে আমাদের মধ্যে অনেক কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে আমি বের হয়ে যাই। এটা সত্যি যে কঙ্গনা চরমভাবে মাদকাসক্ত ছিল।’

এদিকে কঙ্গনা কয়েক দিন আগেই ‘বলিউডের শতকরা ৯৯ শতাংশ মাদকাসক্ত’ তবে তিনি নিজে নন দাবি করে টুইটারে লেখেন, ‘তদন্ত হোক। আমার কল রেকর্ডস খুঁজে দেখা হোক, অনুগ্রহ করে আমার ড্রাগ টেস্ট হোক। খতিয়ে দেখা হোক কোন কোন মাদক পাচারকারীর সঙ্গে আমার কথা হয়েছে। যদি মাদকের সঙ্গে আমার কোনো রকম যোগসূত্র পাওয়া যায়, তাহলে আমি আমার সব ভুল-অপরাধ স্বীকার করব এবং চিরতরের জন্য মুম্বাই ছেড়ে যাব।’

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফখরুল

খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

‘উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ’

ইসির নতুন সচিব শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

ঈদগাঁওয়ে প্রথম নির্বাচনেই সহিংসতা, যুবক খুন

সরকারি সংস্থার তথ্য চুরি ও অনলাইনে বিক্রির ঘটনা আতঙ্কজনক: টিআইবি

২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত

ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

আইপিএলের ফাইনালে কলকাতা

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের