সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকেও ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘চীনকে পরীক্ষামূলক ভ্যাকসিন দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভারতকেও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার এসব কাজের অনুমোদন দেন।’

শনিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মধ্য খালপাধোয়া কর্নেল মালেক প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরিষের উদ্যোগে শিশুখাদ্য ও খাদ্য বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করছেন। যে সব দেশ প্রথম পাবে আমরা তার প্রথম সারির দেশ। এখনো ভারত, আমেরিকায় প্রতিদিন এক হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেখানে বাংলাদেশে মৃত্যুর হার খুবই কম। সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সম্ভব হয়েছে। ১৬ কোটি মানুষের মধ্যে মাত্র ৪ হাজার মানুষ মারা গেছে।

জাহিদ মালেক আরও বলেন, আপনারা ঘর থেকে বাইরে হলেই মাস্ক পরবেন। মাস্ক পরলেই আপনারা করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরিষের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামিম, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান প্রমুখ।

এ সময় মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুনায়েম খানসহ আরও অনেকে।

দুই শতাধিক দুস্থ শিশুদের মাঝে শিশু খাদ্য ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী একই স্থানে শাবানা মালেক মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?