সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের বহরে ৫ উড়োজাহাজ বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : বড় হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর। আগামী জানুয়ারির মধ্যেই বিমানের বহরে আরও পাঁচটি উড়োজাহাজ যোগ হচ্ছে।

সেই সঙ্গে বাড়বে বিমানের রুটও। বাংলাদেশ থেকে কানাডা ও আমেরিকার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান।

জানা গেছে, ড্যাশ ৮ কিউ ৪০০ এনজি মডেলের এ পাঁচটি উড়োজাহাজ বিমানের বহরে যোগ হওয়ার কথা ছিল গেল মার্চ, মে ও জুনে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সময় মতো উড়োজাহাজগুলো সরবরাহ করতে পারেনি নির্মাতা প্রতিষ্ঠান কানাডার বম্বার্ডিয়ার ইনকরপোরেশন। বর্তমানে বিমানের বহরে ১৮টি উড়োজাহাজ রয়েছে।

বিমান সূত্র জানিয়েছে, আগামী নভেম্বরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন তিনটি ড্যাশ-৮ কিউ ৪০০ এনজি মডেলের উড়োজাহাজ যুক্ত হবে। বাকি দু’টি যুক্ত হবে ২০২১ সালের জানুয়ারি মাসে। পুনর্নির্ধারিত সময়ের মধ্যে বম্বাডিয়ার উড়োজাহাজ সরবরাহ করবে বলে আশা করছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য তিনটি বিমান কিনতে বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে (জিটুজি) সরাসরি ক্রয় চুক্তি হয়।

এজন্য ঋণ সহায়তা দিয়েছে কানাডা সরকারের প্রতিষ্ঠান ‘এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডা’ (ইডিসি)।

২০১৮ সালের ১ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এ ক্রয় চুক্তিতে স্বাক্ষর করেন বিমানের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দিক আহমেদ ও কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের (সিসিসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্ল মারকোট।

বিমান বলছে, নতুন ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের উড়োজাহাজ যোগ হলে অভ্যন্তরীণের পাশাপাশি স্বল্প দূরত্বের গন্তব্যে ফ্লাইট বাড়াবে বিমান। তখন বোয়িং ও ড্রিমলাইনার দিয়ে দীর্ঘ দূরত্বের রুটেও ফ্লাইট বাড়ানো হবে। চলতি বছরের মধ্যেই কানাডায় সরাসরি ফ্লাইট চালু করা হবে। কানাডা হয়ে নিউইয়র্কও যাত্রী পৌঁছে দেবে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?