সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডায় সৌদি যুবরাজের হিট স্কোয়াড!

news-image

অনলাইন ডেস্ক : কানাডায় সৌদি আরবের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার জন্য একটি বিশেষ দল পাঠানোর অভিযোগ উঠেছে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে।

বিবিসি জানায়, কানাডায় হিট স্কোয়াট পাঠানোর অভিযোগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সৌদি আরবের সাবেক ওই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার নাম ড. সাদ আল-জাবরি। গত দুই বছর ধরে কানাডার টরেন্টতে বসবাস করছেন এবং তিনি কাডানার নাগরিক।

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর আল জাবরিকে মারতে কানাডায় হিট স্কোয়াড পাঠানো হয়। সৌদি দলটির নাম টাইগার স্কোয়াড, যদিও কানাডা অভিযানে তারা ব্যর্থ হয়।

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার হন খাশোগি। তুরস্কের তদন্ত এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর প্রতিবেদনে এর জন্য সৌদি যুবরাজের সরাসরি সম্পৃক্ততার বিষয়টি উঠে আসলেও সৌদি কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে।

মামলার অভিযোগ পত্রে বলা হয়, সৌদি যুবরাজ বিন সালমান তার দেশের সাবেক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করতে চান। কারণ তিনি দেশটির বিশেষ গোপনীয় তথ্য জানেন।

একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে কানাডার গণমাধ্যম জানায়, আল জাবেরি হত্যার জন্য কানাডার সীমান্তবর্তী পেশাদার খুনিদের একটি দলকে ভাড়া করা হয়। এসব কাজ করতে সৌদি থেকে একটি দল কানাডায় যায়।

তবে টরেন্টোর পিয়ারসন ইন্টারন্যাশনাল বিমানবন্দর দিয়ে সৌদি হিট স্কোয়াডটি প্রবেশের চেষ্টা চালালে কানাডার সীমান্ত কর্মকর্তাদের নজরে পড়ে যায় তারা। এর ফলে আল-জাবরিকে হত্যা চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

ওয়াশিংটন ডিসির আদালতে উপস্থাপিত ১০৬ পাতার অভিযোগপত্রে বলা হয়, মুহাম্মদ বিন সালমান বিশ্বজুড়ে তার প্রতিপক্ষদের ঘায়েল করতে একটি বিশেষ বাহিনী তৈরি করেছেন। যাদের দিয়ে যেকোনো মুহূর্তে যেকোনো দেশে অভিযান পরিচালনা করে থাকেন তিনি।

তবে মার্কিন আদালতে এই অভিযোগ নিয়ে সৌদি আরব ও কানাডা কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি।

সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্তরাজ্যের এমআইসি সিক্স-সহ ইউরোপের গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রক্ষার কাজ করতেন ৬১ বছর বয়সী আল-জাবরি।

সৌদি আরবে কার্যত সব ক্ষমতা নিজের হাতে নেবার পর যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির ক্ষমতা কাঠামোয় ‘শুদ্ধি অভিযান’ শুরু করেন। তার ঠিক আগে আগে দেশ ছেড়ে পালিয়েছিলেন আল-জাবরি।

এই সৌদি নিরাপত্তা বিশেষজ্ঞ তিন বছর ধরে কানাডায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন। তার ছেলেমেয়েদের ‘জিম্মি’ হিসেবেও‌ আটকে রাখা হয়েছে।

তার বড় ছেলে খালিদ আল-জাবরি বাবার সঙ্গে কানাডাতেই আছেন। মে মাসের শেষের দিকে তিনি জানান, গত ১৬ মার্চ ভোরবেলা তার ভাই ওমর আর বোন সারাকে তাদের বিছানা থেকে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায় প্রায় ৫০ জন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা। তারা ২০টি গাড়ি নিয়ে এসেছিল।

খালিদ ফোনে বিবিসিকে বলেন, কেন এই গ্রেপ্তার, কি অভিযোগ তাদের বিরুদ্ধে-আমাদের পরিবারকে কিছুই জানানো হয়নি। তারা বেঁচে আছে কি নেই, তাও আমরা জানি না।

খালিদের বিশ্বাস, এই আটকের উদ্দেশ্য হলো আল-জাবরির সঙ্গে দরকষাকষির জন্য জিম্মি হিসেবে ব্যবহার করা যাতে তাকে সৌদি আরবে ফিরিয়ে আনা যায়।

আল-জাবরি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পিএইচডি করেছিলেন। সৌদি আরবে তিনি ছিলেন একজন ক্যাবিনেট মন্ত্রী, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পদ ছিল মেজর জেনারেলের স্তরে।

সৌদি আরবে ২০০০-এর দশকে আল-কায়েদার বিদ্রোহী তৎপরতাকে পরাজিত করার কৃতিত্ব দেয়া হয় প্রিন্স মোহাম্মদ বিন নায়েফকে। তার দক্ষিণ হস্ত হিসেবে ড.আল-জাবরি ছিলেন সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের গুপ্তচর সংস্থাগুলোর সম্পর্কের কেন্দ্রবিন্দু।

অভ্যুত্থান চেষ্টার অভিযোগে মার্চের প্রথম সপ্তাহে সৌদি আরবের বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ বিন নায়েফ ছিলেন দেশটির সাবেক যুবরাজ। তাকে মোহাম্মদ বিন সালমানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?