সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আবরারের মা কেঁদেই চলেছেন

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ছিলেন আবরার ফাহাদ (রাব্বি)। মা-বাবার দুই সন্তানের মধ্যে তিনি বড়। সবসময় ছোট ভাইকে আগলে আগলে রাখতেন। মায়ের দুই নয়ন ছিলেন তার দুই ছেল। কিন্তু আজ সেই দুচোখে শুধু জল। কারণ এক নৃশংস হত্যার শিকার হন তার বড় ছেলে আবরার ফাহাদ।

গত বছর ৬ অক্টোবর রাতে বুয়েট শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী।

নৃসংশ সেই হত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এভাবে এক সম্ভাবনাময় তরুণের মৃত্যুর স্মৃতি ভোলার নয়। একজন মায়ের জন্য তা আরো কষ্টের। কষ্ট আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজেরও।

শনিবার ঈদুল আজহার আগের দিন শুক্রবার তিনি ছবিসহ জানিয়েছেন সেই বেদনার কথা।

আবরার ফাইয়াজ তার ফেইসবুকে লেখেন-

‘আজ পবিত্র ইদুল আযহা।

এবার অবশ্য গ্রামে এসেছি।

সাধারণত আগে আম্মু, ভাইয়া, আমি ঈদ করতে গ্রামে আসতাম। আব্বু বাসায় থাকত। আব্বু এবারো বাসায় আছে। আমি আর আম্মু গ্রামের বাড়িতে। আমরা ৯ ভাইবোনই গ্রামে থাকি এই সময়ে। কিন্তু এবার ৮ জন।

বাড়ির বড় ছেলে হিসাবে প্রায় সবকিছুতেই ও সামনে থাকতো।এবার ভিন্ন। এবার ভাইগুলা আমার দিকে তাকাচ্ছে, কিন্তু আসলে আমি কার দিকে তাকাবো সেটাই বুঝছি না। ছোট থেকে খুব একটা সিরিয়াস মাইন্ডের মানুষও না আমি… সব বিষয়ে ভাইয়াই বলতো কখন কী করব, কই যাবো। গ্রামে একা একা গেছি এমন জায়গাও কম। কিছু বছর ধরেই ঈদগুলো মূলত ভাইয়ার সাথে গল্প করেই কাটত ।

সবচেয়ে খারাপ অবস্থা আম্মুর। বাড়ি আসার পর এক মুহূর্তের জন্যও চোখ পানি ছাড়া দেখলাম না। একটু পরপরই বলে উঠছে “সবাই আসছে, রাব্বি আসে নাই, রাব্বি তো আর নাই, আর কোনো দিন আসবেও না।ঘুমানোর আগ পর্যন্ত ও আর আসবে না আসবে না বলছিল”।

বাড়ির সবাই কিংবা আশেপাশের সবাই ও কেমনভাবে তাকাচ্ছে যেন।

গত বছর ও কুরবানীর ঈদের আগের দিন সবাই মিলে কত মজা করছিলাম… ভাইয়া নিজেই সবাইকে নিয়ে খেতে গেল। সেই দিন কীভাবে যেন ভাইয়া অনেক দিনের প্রিয় এই টুপিটা হারিয়ে ফেলেছিল।

কোনোদিন আর সেভাবে ঈদ করা হবে না।

সবাই দোয়া করবেন ওর জন্য। সামনে যেন দ্রুতই বিচার শেষ হয় সেজন্যও।

ঈদ মোবারক।’

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?